TRENDING:

Malda News: মাতৃকূলের পিণ্ডদান! গৌড়ের গুপ্ত বৃন্দাবনে প্রাচীন রীতি আজ‌ও রয়েছে

Last Updated:

সেই প্রথা যুগ যুগ ধরে চলে আসছে মালদহের গৌড়ের গুপ্ত বৃন্দাবনে। দেবী গয়েশ্বরীর মন্দির প্রাঙ্গনে আজ‌ও মহিলারা মাতৃকূলের উদ্দেশ্যে পিণ্ড দান করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: মালদহের গৌড়ের গুপ্ত বৃন্দাবনে। দেবী গয়েশ্বরীর মন্দির প্রাঙ্গনে আজ‌ও মহিলারা মাতৃকূলের উদ্দেশ্যে পিণ্ডদান করেন এখানে। দেশের একমাত্র মালদহের গুপ্ত বৃন্দাবন গয়েশ্বরী মন্দিরেই মাতৃকূলের উদ্দেশ্যে পিণ্ডদানের প্রথা চালু রয়েছে। জৈষ্ঠ্য সংক্রান্তিতে গৌড়ের রামকেলি ধামে শুরু হয় ঐতিহ্যবাহী রামকেলি মেলা। আর এই গৌড়ে রয়েছে দেবি গয়েশ্বরীর মন্দির। মেলার প্রথমদিন থেকেই দেশের বিভিন্ন প্রান্তের ভক্তরা এখানে আসেন।
advertisement

মহিলারা রীতি মেনে মাতৃকূলের উদ্দেশ্যে পিণ্ড দিয়ে থাকেন। পুরোহিত মন্দির প্রাঙ্গনেই রয়েছেন। সারিবন্ধ ভাবে মহিলা একে একে বসে মাতৃকূলের পিণ্ড দেন। তারপর মন্দিরের পাশে গয়েশ্বরী পুকুরে পিণ্ড বিসর্জন দিয়ে স্নান সেরে উঠে আসেন। প্রাচীন পাথরের দেবি গয়েশ্বরীর মূর্তি রয়েছে। এই বছরের মেলার প্রথমদিন থেকে বাংলা সহ বিহার, ঝাড়খণ্ড, নেপাল ভূটান সহ বিভিন্ন প্রান্ত থেকে বহু মহিলারা এখানে ছুটে আসছেন পিণ্ডদানের উদ্যশ্যে। এক সময় গৌড়ে রামকেলি মেলা হলেও এই গয়েশ্বরী মন্দির প্রাঙ্গন ছিল জঙ্গলে ভরা।

advertisement

মেলার কয়েকটা দিন মহিলারা পিণ্ড দিয়ে ফিরে চলে যেতেন। বর্তমানে মন্দির প্রাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। তৈরি হয়েছে মন্দির কমিটি। উন্নতি হচ্ছে মন্দিরের। মহিলারা সুষ্ঠ ভাবে এখানে এসে পিণ্ড দান করতে পারছেন। মন্দির কমিটির সূত্রে জানা গিয়েছে, এই বছর প্রায় এক হাজার মহিলা এখানে পিণ্ডদান করেছেন। সূর্য্য ওঠার পর থেকেই শুরু হয় পিণ্ডদান। চলে দুপুর পর্যন্ত।

advertisement

View More

আরও পড়ুন:  Latest Weather Update In Kolkata: ঝড়বৃষ্টির মেগা আপডেট! বুধবার থেকেই আবহাওয়া বিশাল পরিবর্তন, সন্ধের পরে ঝড়জলের বড় খেলা!

আরও পড়ুন: Sikkim Landslide: সিকিমে ভয়াবহ ধ্বস! ধ্বসপ্রবণ এলাকা থেকে ৩৫০০ পর্যটককে উদ্ধার করল সেনা

প্রথমদিন অর্থাৎ জৈষ্ঠ সংক্রান্তিতে সব থেকে বেশি ভিড় হয়।মন্দিরের সেবায়েত বৈদ্যনাথ মণ্ডল বলেন, এটি গুপ্ত বৃন্দাবন। এখানে প্রাচীন রীতি মেনে মহিলারা মাতৃকূলের পিণ্ডদান করেন।দেশ বিদেশের বহু মহিলারা আসেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নিজের মেয়েকে লক্ষ্মীরূপে পুজো করলেন মা! পথ দেখিয়েছিলেন শ্বশুর
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: মাতৃকূলের পিণ্ডদান! গৌড়ের গুপ্ত বৃন্দাবনে প্রাচীন রীতি আজ‌ও রয়েছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল