ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহের কালিয়াচক থানার সুলতানগঞ্জ এলাকায়। গুলিবিদ্ধ ব্যবসায়ীকে উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তবে অবস্থা আশঙ্কাজনক থাকায় রাতে তাকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: বাথরুমে বসে শ্রদ্ধাকে টুকরো করার ফাঁকে বিয়ার-সিগারেট খায় আফতাব, অর্ডার দেয় মুখরোচক খাবার!
advertisement
পরিবার সুত্রে জানা গিয়েছে, জখম ব্যক্তির নাম নাজিমুল হক। বাড়ি মালদহের কালিয়াচকের সুলতানগঞ্জে। পেশায় তিনি লিচু ব্যবসায়ী। অভিযোগ জমি সংক্রান্ত বিষয়ে পারিবারিক বিবাদ চলছিল আত্মীয়দের সঙ্গে। সেই বিবাদের জেরেই এদিন তাকে লক্ষ করে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা, প্রাথমিক অনুমান জখম ব্যবসায়ী ও তার পরিবারের লোকেদের।
আরও পড়ুন: বাবা নিহত, মা আশঙ্কাজনক! ছেলের রক্তাক্ত কীর্তিতে বিস্মিত কৃষ্ণগঞ্জ
তবে রাতের অন্ধকারে হঠাৎ গুলি ছোঁড়ার ঘটনায় ধোঁয়াশা তৈরি হয়েছে। এদিন রাতে কালিয়াচক এক নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে জাতীয় সড়কের পার্শ্ববর্তী স্থানে ঘটনাটি ঘটেছে। ঘটনায় পরিবারের পক্ষ থেকে কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
হরষিত সিংহ