মালদহ শহরের কুতুবপুর মিস্ত্রী পাড়ার বাসিন্দা বিপদভঞ্জন সাহা। ছোট বেলা থেকেই তাঁর বাঁশ ও বেতের সামগ্রী তৈরির সখ ছিল। কোন শিক্ষাগুরু নেই, নিজেই নিজের উদ্যোগে কাজ শেখেন। বাঁশের দিয়ে কুলো, পাখা তৈরি করতে দেখতেন ছোট বেলা। সেখান থেকেই এই কাজের উপর ঝুঁকি বাড়ে। নিজের অবসর সময়ে বাইরে কোথাও না ঘুরে বাড়িতে বসে তৈরি করেন বিভিন্ন সামগ্রী। এখনো তিনি তৈরি করে চলেছেন। ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী থেকে দেব দেবীর মূর্তি বাঁশ দিয়েই তৈরি করেন।
advertisement
২০১৯ সালে সিংহাসন সহ কৃষ্ণমূর্তি রাজ্য স্তরের প্রতিযোগিতার জন্য তৈরি করেন। রাজ্যে তিনি এই বিভাগে প্রথম হন। তারপর তিনি জাতীয় স্তরে যাওয়ার সুযোগ করে নেয়। জাতীয় স্তরে সেরা হয়ে রাজ্য তথা জেলার নাম উজ্জ্বল করেছেন। করোনা লকডাউন পরিস্থিতিতে মাঝে বন্ধ হয়ে পড়েছিল প্রতিযোগিতা। ২০১৯ সালের পুরুস্কার এই বছর প্রদান করা হচ্ছে। বিপদভঞ্জন বাবুর ইচ্ছে এবার তিনি তাঁর শিল্পকলা সকলের মধ্যে তুলে ধরতে চান। তাই তিনি জেলায় একটি প্রদর্শনী করার ইচ্ছে প্রকাশ করেছে। তিনি চান সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক এই বাঁশের কুটিরশিল্প।
হরষিত সিংহ