বস্তাটি নদীর জলে না পড়ে নদীর পাড়ে পড়ে যায়। সেখানে উপস্থিত কয়েকজন যুবক ও কিশোর ঘটনাটি লক্ষ করে।সেই সময় তারা ব্রিজের নীচে দাঁড়িয়ে ছিল। মহিলা চলে যেতেই কয়েকজন কিশোর বস্তার কাছে যায়। গিয়ে দেখে বস্তার ভেতরে সদ্যোজাত। তার মুখ রক্তাক্ত অবস্থায় রয়েছে। খবর পেয়ে সেখানে ছুটে যায় স্থানীয়রা।
আরও পড়ুন: ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্য রাস্তায় খুনের হুমকি! দেখুন হাড়হিম করা সিসিটিভি ফুটেজ
advertisement
স্থানীয়দের দাবি, প্রথমদিকে হয়ত সদ্যোজাতটি বেঁচে ছিল। ব্রিজ থেকে নীচে ফেলায় মারা গিয়েছে। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে। তবে এমন ঘটনায় দোষীদের শাস্তির দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা। প্রত্যক্ষদর্শী দীপ সাহা বলেন, এখানকার কয়েকজন বাচ্চা ব্রিজ থেকে ছুঁড়ে ফেলতে দেখেছে। আমি লক্ষ করলাম মহিলা ছুঁড়ে ফেলার পর পালিয়ে গেল। বস্তার মধ্যে রক্তাক্ত অবস্থায় সদ্যোজাতকে দেখতে পায়।
হরষিত সিংহ






