তিনি পেশায় মৎস্যজীবী ছিলেন। স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে,তিনি নিয়মিত মহানন্দা নদীতে মাছ ধরার কাজ করতেন। মাছ ধরেই তার সংসার চলতো বলে জানা গিয়েছে।প্রত্যেকদিনের মতই বুধবার রাতে মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরা হয়নি। বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ অন্যান্য মৎস্যজীবীরা নদীর জলে ভেসে থাকতে দেখলে তারা তৎক্ষণা মালদহ থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তবে মৎস্যজীবীর নদীর জলে ডুবে মৃত্যুর ঘটনার নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছে পরিবারের লোকেরা।
advertisement
এই বিষয়ে মালদহ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন। স্থানীয় বাসিন্দা আনন্দ মন্ডল বলেন, নিয়মিত মহানন্দা নদীতে মাছ ধরতে যেতেন। প্রতিদিনের মতো বুধবার রাতেও মাছ ধরতে যায়। অধিকাংশ রাতেই তিনি নৌকায় থেকে যেতেন। অন্যান্য দিন বাড়ি ফিরলেও বৃহস্পতিবার ভোরে বাড়ি ফিরে আসেননি। ভোর নাগাদ অন্যান্য মৎস্যজীবীরা নদীর ধারে তার দেহ ভেসে থাকতে দেখে। পুলিশকে খবর দেওয়া হয় দেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে।তবে কিভাবে মৃত্যু হল তা আমাদের সঠিক জানা নেই ঘটনার তদন্ত করছে পুলিশ।
হরষিত সিংহ