বোমাগুলির মধ্যে বেশ কয়েকটি আধপোড়া অবস্থায় ছিল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছাড়ায় স্থানীয় গ্রামবাসীদের মধ্যে।মঙ্গলবার সকালে গ্রামের বাসিন্দাদের নজরে আসে বিষয়টি। গ্রামের পাশে একটি বাঁশ ঝাড়ের মধ্যে জার দেখতে পায় গ্রামের বাসিন্দারা। জারটি মাটির নীচে পোঁতা অবস্থায় ছিল। কিছুটা অংশ মাটির উপরে দেখতে পেয়ে আতঙ্ক ছড়ায় এলাকায়। গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রথমেই বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে।
advertisement
খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াচক থানার পুলিশ। বোমা ভর্তি চারটিকে ঘিরে ফেলে। আশেপাশে গ্রামবাসীদের দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয় পুলিশের তরফ থেকে। খবর দেওয়া হয় বোমস্কোয়ার্ডে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে জারটির মধ্যে প্রায় ৪৯ টি বোমা রয়েছে। সব গুলিই বল বোমা। তবে বেশ কয়েকটি বোমা আতপোড়া অবস্থায় রয়েছে প্রাথমিক অনুমান পুলিশের।এর আগেও মানিকচক থানা এলাকায় আম বাগানের মধ্যে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে।
আরও পড়ুন: আবাস যোজনার তালিকায় নাম নেই একাধিক আদিবাসী পরিবারের, এলাকাজুড়ে পোস্টার
আরও পড়ুন: Murshidabad News: মাদক পাচারে বড় ধরনের সাফল্য পেল মুর্শিদাবাদ জেলা পুলিশ
সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো কালিয়াচক থানা এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ বোমা। বোমাগুলি উদ্ধার করে ইতিমধ্যে ঘটনার তদন্ত নেমেছে কালিয়াচক থানার পুলিশ। যদিও ঘটনায় কেউ আটক বা গ্রেফতার হয়নি। তবে কে বা কারা কী উদ্দেশ্যে বাঁশ বাগানের মধ্যে বোমা গুলি মজুত করে রেখেছিল তার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
হরষিত সিংহ ( Harashit Singha)