ইতিমধ্যেই ভাঙনে তলিয়ে গেছে নদীপাড়ের বিস্তীর্ণ এলাকার জমি। স্বভাবতই ভাঙন আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। বিক্ষোভ দেখাচ্ছেন ভাঙন রোধের দাবিতে। সঠিক ভাঙন রোধের কাজ করার দাবি তুলছেন গ্রামের বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গঙ্গা নদীর তীরবর্তী এলাকা জুড়ে বিগত বছরেও ব্যাপক ভাঙন হয়েছে। ভাঙন রোধের জন্য বারংবার দাবি তুলেছেন গ্রামের বাসিন্দারা। তবে ভাঙন আটকানোর সঠিক কাজ হচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীদের। আবারও তীব্র আকারে ভাঙন শুরু হওয়ায় মুহূর্তের মধ্যে নদীগর্ভে চলে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা।
advertisement
আরও পড়ুন: জালে উঠল দৈত্যাকার কাতলা, ৫০ কেজির মাছে তোলপাড় বাজার, দাম কত উঠল প্রতি কেজি?
আর এই ভাঙনের আতঙ্ক ছড়াচ্ছে এলাকা জুড়ে। এভাবে ভাঙন চলতে থাকলে গ্রাম তলিয়ে যাওয়ার আশঙ্কাও করছেন গ্রামবাসীরা। তাই ভাঙন রোধের সঠিক কাজ হোক সেই দাবি গ্রামবাসীদের। তাদের অভিযোগ বর্ষার মরশুমে ভাঙন রোধের কাজ শুরু হয় এলাকায়। তারপর আর কোনও কাজ হয় নি।প্রতিবছর এলাকায় গঙ্গা ভাঙন দেখা দিচ্ছে। স্থানীয় বাসিন্দা তথা গঙ্গা ভাঙন একশন কমিটির সদস্য মহম্মদ রফিকুল আলম বলেন, এই অঞ্চলে আবারও ভাঙন শুরু হয়েছে। এইভাবে ভাঙন চলতে থাকলে বেশ কয়েকটি গ্রাম তলিয়ে যাবে নদীগর্ভে।
হরষিত সিংহ