জানা গিয়েছে, মালদহের এই নিয়ন্ত্রিত বাজারের প্রবেশ ও বাহির পথে বহু আগে দুটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল। কিন্তু বর্তমানে সেগুলি বিকল হয়ে পড়ে আছে। ফলে চুরি-ছিনতাই হলেও তার কোনও প্রমাণ থাকছে না। উল্লেখ, বিশাল এলাকাজুড়ে অবস্থান করছে এই মালদহ নিয়ন্ত্রিত বাজার। ফল, সবজির গোডাউন থেকে শুরু করে বিভিন্ন সামগ্রীর গোডাউন রয়েছে এখানে। এমনকি দৈনিক বাজার পর্যন্ত বসে।
advertisement
আরও পড়ুন: নিয়ম ভাঙা টোটো-অটোকে ধরবে এমন আইন নেই! তার ফল ভুগছে মাথাভাঙার মানুষ
জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন কয়েক হাজার মানুষ এখানে আসেন। ফলে সঠিক নিরাপত্তার ব্যবস্থা না থাকলে চুরি ছিনতাইয়ের মত ঘটনা এখানে চলতেই থাকবে বলে মত বাজারের ব্যবসায়ীদের।মালদহ নিয়ন্ত্রিত বাজারের ফল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি গৌতম সাহা এই প্রসঙ্গে বলেন, "দীর্ঘদিন আগে প্রবেশ ও বাহির পথে দুটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল। বর্তমানে তা বিকল। মাঝেমধ্যেই মোটরবাইক, দোকানের মালপত্র, এমনকি আস্ত একটি ট্রাক চুরির ঘটনাও ঘটেছে। কিন্তু সিসিটিভি ক্যামেরা বিকল থাকায় কাউকে ধরা সম্ভব হয়নি।"
নিয়ন্ত্রিত বাজারের সমস্ত ব্যবসায়ী এই বিষয়ে বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁদের অভিযোগ, এরপরেও বাজারের নিরাপত্তা বিষয়ের কোনও ব্যবস্থা এখনও পর্যন্ত হয়নি। ফলে তাঁরা আতঙ্কের মধ্যে রয়েছেন।
হরষিত সিংহ





