তবে অধিকাংশ বাসিন্দাদের দাবি এই পুজোর ডাকাত দলের হাত ধরেই সূচনা। অবিভক্ত বাংলায় ঘন জঙ্গলে ডাকাতেরা পুজো শুরু করেছিলেন এখানে।কালীপুজোর রাতে ঘন জঙ্গলে মশাল জ্বালিয়ে পুজো চলত রাতভর, প্রতিমা বিসর্জন করে চলে যেত ডাকাতদল। পরবর্তীতে এই পুজোর দায়িত্ব গ্রহণ করেন স্থানীয় জমিদার।
আরও পড়ুন : কালীপুজোয় তান্ত্রিক মতে পুজো হয় দক্ষিণ বিষ্ণুপুরের এই প্রাচীন মন্দিরে
advertisement
আরও পড়ুন : দীপাবলীতে কদর কমেছে মাটির প্রদীপের! দাপট চিনা আলোর
বর্তমানে মানিকোড়া গ্রামের বাসিন্দারা মিলিত হয়ে এই কালীপুজো করছেন। একসময়ের ডাকাত কালী এখন সর্বজনীন কালীপুজো হিসেবেই পরিচিত। মানিকোড়া ডাকাত কালী ভক্তদের কাছে খুবই জাগ্রত। শুধুমাত্র মালদহ জেলা নয়, বর্তমানে রাজ্য ও রাজ্যের বাইরে থেকে বহু ভক্তের সমাগম ঘটে এই কালীপুজোয়। বর্তমানে কালীপুজোকে ঘিরে এক বিশাল মেলার আয়োজন করে থাকেন গ্রামের বাসিন্দারা। দূর দূরান্ত থেকে বহু মানুষ এই কালীপুজো ও মেলা দেখতে আসেন। কালীপুজো উপলক্ষে সাতদিন ব্যাপী চলে মেলা ও আলকাপ গানের আসর।