South 24 Parganas News: দীপাবলীতে কদর কমেছে মাটির প্রদীপের! দাপট চিনা আলোর

Last Updated:

দুর্গাপুজো শেষ হতে না হতে আবারো বাঙালি মাতবে দীপাবলিতে। আমরা সাধারণত দেখে আসছি দীপাবলি র রাতে সমস্ত বাঙালি ঘরে রাতে প্রদীপ জ্বালানো হয়। এই রীতি দীর্ঘদিন ধরে হয়ে আসছে।

+
দীপাবলিতে

দীপাবলিতে মাটির প্রদীপ তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছে জয়নগরের মৃৎশিল্পীরা

#জয়নগর: দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানা এলাকার গড়েরহাট পালপাড়া। দীর্ঘ কয়েক বছর ধরে এই এলাকার সমস্ত মানুষ মৃৎশিল্পের সঙ্গে যুক্ত। কেউ বানাচ্ছে প্রদীপ আবারও কেউ বানাচ্ছে দেবী ঘট ও পূজোর মাটির সরঞ্জাম।
এইভাবে পাল পাড়ার বিভিন্ন মৃৎশিল্পীরা এই কাজ নিয়েই ব্যস্ত তারা। দুর্গাপুজো শেষ হতে না হতে আবারো বাঙালি মাতবে দীপাবলিতে। আমরা সাধারণত দেখে আসছি দীপাবলি র রাতে সমস্ত বাঙালি ঘরে রাতে প্রদীপ জ্বালানো হয়। এই রীতি দীর্ঘদিন ধরে হয়ে আসছে। কিন্তু এখন বেশিরভাগ মানুষ প্রদীপের বদলে চায়না লাইটের লাইটিং বাড়িতে দীপাবলিতে লাগানো হচ্ছে। তার জেরে মৃৎশিল্পীরা করুণঅবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। মাটির প্রদীপের কদর অনেকটাই কমেছে বলে জানাচ্ছেন মৃৎশিল্পীরা।
advertisement
advertisement
এ ব্যাপারে এক মৃৎশিল্পীরা অমর পাল তিনি বলেন আমি দীর্ঘ ৪০টা বছর ধরে এই কাজের সঙ্গেযুক্ত আছি। দীপাবলি বা কালীপুজো আসার বেশ কয়েক মাস আগে থেকে আমাদের এখানে কলকাতা ও কলকাতার বাইরের জেলার বিভিন্ন এলাকার মানুষ এখানে এসে আবার বা কখনো টেলিফোনে প্রচুর প্রদীপ ও মাটির অন্যান্য জিনিস।অর্ডার জমা হতো। সেই জায়গা থেকে বেশ কয়েক বছর দেখছি সেভাবে আর অর্ডার আসছে না।
advertisement
আমরা এই শিল্প ছাড়া আর অন্য কোন কাজে সেভাবে যুক্ত হতে পারব না। আমরা এই কাজের উপর নির্ভরশীল। আমাদের এলাকার এই পাল পাড়াতে বেশিরভাগ মানুষ এই কাজের ওপর থেকেই তাদের সংসার চলে। আমার ব্যক্তিগতভাবে মতামত যদি আমাদের দেশের এই চায়না লাইটিং যা দীপাবলি তে বেশিরভাগ মানুষ ব্যবহার করে।
advertisement
Suman Saha
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: দীপাবলীতে কদর কমেছে মাটির প্রদীপের! দাপট চিনা আলোর
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement