Indian Idol 13: কেমন করে সুপারহিট ‘‘মেরি স্বপ্নো কি রাণী’’ গেয়েছিলেন কিশোর কুমার, সিক্রেট আউট শর্মিলা ঠাকুরের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বঙ্গ সুন্দরীর ১৯৬৯-র সুপারহিট ছবি আরাধনার সু়পারহিট গান মেরে স্বপ্নো কি রাণী কব আয়েগি তু-নিয়ে রিয়েলিটি শো -র মঞ্চে রিয়েল গানের গল্প বললেন৷
#মুম্বই: বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর নিজের সোনা ঝরা কেরিয়ারের দিনগুলির কথা মনে করেছেন৷ ইন্ডিয়ান আইডল ১৩ -র মঞ্চে এসে একেবারে নস্টালজিক বলিউডের প্রথম বোল্ড বিকিনি হিরোইন৷ তিনি কিশোর কুমারের আইকনিক গান ‘‘মেরে স্বপ্নো কি রাণী কব আয়েগি তু’’ গান নিয়ে অকপট শর্মিলা৷ বঙ্গ সুন্দরীর ১৯৬৯-র সুপারহিট ছবি আরাধনার সু়পারহিট গান মেরে স্বপ্নো কি রাণী কব আয়েগি তু-নিয়ে রিয়েলিটি শো -র মঞ্চে রিয়েল গানের গল্প বললেন৷
কীভাবে ওই সর্বকালীন রোমান্টিক গান গেয়েছিলেন কিশোর কুমার সেই সিক্রেট আউট করেন৷ বঙ্গ সুন্দরী বলেন, ‘‘কিশোর জী গানটি একটি চেয়ারে বসেছিলেন পায়ের ওপর পা তুলে যেমন করে বসে সাধারণভাবে মানুষ বসে থাকে৷ আর সেভাবেই গান গাইলেন৷ আমি গিয়েছিলাম স্টুডিওতে দেখতে কেমন গান গান তিনি৷’’
advertisement
শর্মিলা ঠাকুর সত্যজিৎ রায়ের সিনেমা অপুর সংসার দিয়ে প্রথম সিনেমার কাজ শুরু করেন৷ মাত্র ১৪ বছরের কিশোরীর অভিনয় দক্ষতায় মুগ্ধ হন সিনেমাপ্রেমীরা৷ তিনি একাধারে ভিন্ন ধারার চলচ্চিত্রে যেমন অভিনয় করেছেন ঠিক তেমনিই একেবারে মেনস্ট্রিম বলিউড ও টলিউড ছবিতেও চুটিয়ে অভিনয় করেছেন৷ তাঁর অভিনীত সুপারহিট সিনেমা হল ওয়ক্ত, অ্যান ইভিনিং ইন প্যারিস, আরা্ধনা, সফর, অমরপ্রেম, দাগ৷ তিনি এদিন তনুজার সঙ্গে শর্মিলা ঠাকুর ইন্ডিয়ান আইডলের মঞ্চে আসেন৷
advertisement
আরও পড়ুন - Weather Update: হিমালয় সংলগ্ন এলাকায় তুষারপাত, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! আবহাওয়ার লেটেস্ট তুলকালাম আপডেট
রইল ভিডিও...
#Sharmilaji and #Tanujaji shall grace the sets of #IndianIdol tonight! 💫
Catch the new season of #IndianIdol every Sat-Sun at 20:00 (UK) on #SonyTVUK#IndianIdol #SonyTV #NewSeason #IndianIdol13 | @sonytvuk pic.twitter.com/xpeKN9IuaU — BizAsia (@BizAsia) October 16, 2022
advertisement
শর্মিলা ঠাকুর এদিন প্রতিযোগীদের দারুণ পারফরম্যান্সে মুগ্ধ হয়ে যান৷ অযোধ্যা থেকে আসা ঋষি সিংয়ের গানের দারুণ প্রশংসা করেন তিনি৷ ঋষি এদিন ‘‘জীবন সে ভরি মেরি আঁখে’’ গানটি গান৷ রাজেশ খান্নার সঙ্গে সফর ছবিতে এই গানটির চিত্রায়ণ হয়েছিল৷ এর সঙ্গে মেরি স্বপ্নো কি রাণী গানটি গান অনুষ্ঠানের সঞ্চালক আদিত্য নারায়ণ৷
advertisement
এদিকে প্রতিযোগিতার অন্যতম ঋষি এদিন শর্মিলা ঠাকুরের উচ্ছ্বসিত প্রশংসা করেন৷ ‘‘আপনার কথা শুনে আমি ধন্য৷ আপনি একেবারে ম্যাজিকাল পরিস্থিতি তৈরি করেছেন৷ আপনার জন্য গোটা দেশ গর্বিত৷’’
হিমেশ রেশমিয়া এই ইন্ডিয়ান আইডল ১৩ -র অন্যতম বিচারক৷ নেহা কক্কর এবং বিশাল ডাডলানিও এই অনুষ্ঠানের বিচারক৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 17, 2022 9:54 AM IST