Indian Idol 13: কেমন করে সুপারহিট ‘‘মেরি স্বপ্নো কি রাণী’’ গেয়েছিলেন কিশোর কুমার, সিক্রেট আউট শর্মিলা ঠাকুরের

Last Updated:

বঙ্গ সুন্দরীর ১৯৬৯-র সুপারহিট ছবি আরাধনার সু়পারহিট গান মেরে স্বপ্নো কি রাণী কব আয়েগি তু-নিয়ে রিয়েলিটি শো -র মঞ্চে রিয়েল গানের গল্প বললেন৷

sharmila tagore reveals kishore kumar's effortlessly sung superhit mere sapnon ki rani - Photo Courtesy- Twitter
sharmila tagore reveals kishore kumar's effortlessly sung superhit mere sapnon ki rani - Photo Courtesy- Twitter
#মুম্বই: বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর নিজের সোনা ঝরা কেরিয়ারের দিনগুলির কথা মনে করেছেন৷ ইন্ডিয়ান আইডল ১৩ -র মঞ্চে এসে একেবারে নস্টালজিক বলিউডের প্রথম বোল্ড বিকিনি হিরোইন৷ তিনি কিশোর কুমারের আইকনিক গান ‘‘মেরে স্বপ্নো কি রাণী কব আয়েগি তু’’ গান নিয়ে অকপট শর্মিলা৷ বঙ্গ সুন্দরীর ১৯৬৯-র সুপারহিট ছবি আরাধনার সু়পারহিট গান মেরে স্বপ্নো কি রাণী কব আয়েগি তু-নিয়ে রিয়েলিটি শো -র মঞ্চে রিয়েল গানের গল্প বললেন৷
কীভাবে ওই  সর্বকালীন রোমান্টিক গান গেয়েছিলেন কিশোর কুমার সেই সিক্রেট আউট করেন৷  বঙ্গ সুন্দরী বলেন, ‘‘কিশোর জী গানটি একটি চেয়ারে বসেছিলেন পায়ের ওপর পা তুলে যেমন করে বসে সাধারণভাবে মানুষ বসে থাকে৷ আর সেভাবেই গান গাইলেন৷ আমি গিয়েছিলাম স্টুডিওতে দেখতে কেমন গান গান তিনি৷’’
advertisement
শর্মিলা ঠাকুর সত্যজিৎ রায়ের সিনেমা অপুর সংসার দিয়ে প্রথম সিনেমার কাজ শুরু করেন৷ মাত্র ১৪ বছরের কিশোরীর অভিনয় দক্ষতায় মুগ্ধ হন সিনেমাপ্রেমীরা৷ তিনি একাধারে ভিন্ন ধারার চলচ্চিত্রে যেমন অভিনয় করেছেন ঠিক তেমনিই একেবারে মেনস্ট্রিম বলিউড ও টলিউড ছবিতেও চুটিয়ে অভিনয় করেছেন৷ তাঁর অভিনীত সুপারহিট সিনেমা হল ওয়ক্ত, অ্যান ইভিনিং ইন প্যারিস, আরা্ধনা, সফর, অমরপ্রেম, দাগ৷ তিনি এদিন তনুজার সঙ্গে শর্মিলা ঠাকুর ইন্ডিয়ান আইডলের মঞ্চে আসেন৷
advertisement
রইল ভিডিও...
advertisement
শর্মিলা ঠাকুর এদিন প্রতিযোগীদের দারুণ পারফরম্যান্সে মুগ্ধ হয়ে যান৷ অযোধ্যা থেকে আসা ঋষি সিংয়ের গানের দারুণ প্রশংসা করেন তিনি৷ ঋষি এদিন ‘‘জীবন সে ভরি মেরি আঁখে’’ গানটি গান৷  রাজেশ খান্নার সঙ্গে সফর ছবিতে এই গানটির চিত্রায়ণ হয়েছিল৷ এর সঙ্গে মেরি স্বপ্নো কি রাণী গানটি গান অনুষ্ঠানের সঞ্চালক আদিত্য নারায়ণ৷
advertisement
এদিকে প্রতিযোগিতার অন্যতম ঋষি এদিন শর্মিলা ঠাকুরের উচ্ছ্বসিত প্রশংসা করেন৷  ‘‘আপনার কথা শুনে আমি ধন্য৷ আপনি একেবারে ম্যাজিকাল পরিস্থিতি তৈরি করেছেন৷ আপনার জন্য গোটা দেশ গর্বিত৷’’
হিমেশ রেশমিয়া এই ইন্ডিয়ান আইডল ১৩ -র অন্যতম বিচারক৷ নেহা কক্কর এবং বিশাল ডাডলানিও এই অনুষ্ঠানের বিচারক৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Indian Idol 13: কেমন করে সুপারহিট ‘‘মেরি স্বপ্নো কি রাণী’’ গেয়েছিলেন কিশোর কুমার, সিক্রেট আউট শর্মিলা ঠাকুরের
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement