যেখানে পড়ুয়াদের রান্না করা খাবার সামগ্রী তুলে ধরা হয় আগত বিচারকদের সামনে। স্বাদ চেখে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খুদে পড়ুয়াদের রান্না করা খাবার বিচার করে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন বিচারকরা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী একাদশ শ্রেণির এক ছাত্রী তানিশা আফরোজ জানান, “বন্ধুরা মিলে বাড়ি থেকে বিভিন্ন রকম খাবার তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। বিদ্যালয়ের এমন আয়োজন দেখে খুব ভাল লাগছে।
advertisement
আরও পড়ুন: মিথ্যে প্রতিশ্রুতিতে আর ভরসা নেই, চাঁদা তুলে দেড় কিলোমিটার রাস্তা মেরামতে নামলেন গ্রামবাসীরা
তার কথায়, আগামীতে আরও এমন অনুষ্ঠান সুস্বাদু খাবার সামগ্রী তৈরিতে আগ্রহ বাড়াবে।” বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুর রহমান জানান, “বিদ্যালয়ের পড়ুয়াদের খাবার সামগ্রী তৈরিতে আগ্রহী করে তুলতে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। যেখানে ১৭ টি স্টল করে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা অংশগ্রহণ করেন। সকলে বাড়ি থেকে রান্না করে সুস্বাদু ঘুগনি, ফুচকা, ফ্রেঞ্চ ফ্রাই, পকোড়া, পাটিসাপটা, পিঠে ইত্যাদি খাবার নিয়ে এসেছিলেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও বলেন, বিচারকরা সকলের খাবার স্বাদ চেখে দেখেন। এদের মধ্যে সবথেকে সুস্বাদু খাবার প্রস্তুতকারক পড়ুয়াদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে তুলে দেওয়া হবে।” সাধারণত এই ধরনের অনুষ্ঠান দেখা দেয় কোন টিভি রিয়ালিটি শো বা বড় মঞ্চে। তবে মালদহের এই বিদ্যালয়ের এমন খাবার প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আগামীতে পড়ুয়াদের পেশাগত সুস্বাদু খাবার প্রস্তুতকারক হিসেবে গড়ে তুলবে বলে অভিমত অনেকের।





