পুজোর আগে জেলা পুলিশের পক্ষ থেকে জেলা জুড়ে নজরদারি বাড়ানো হয়েছে। মালদহের ইংরেজবাজার থানার পুলিশ চোরাই মোটরবাইক উদ্ধারে বড়সড় সাফল্য পেয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদা শহর সংলগ্ন এলাকায় বেশ কিছু দিন ধরে বাইক চুরির ঘটনা বেরিয়ে যাচ্ছিল। এ বিষয়ে ইংরেজবাজার থানায় একাধিক অভিযোগ ও দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে ইংরেজবাজার থানার পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ টিম গঠন করা হয়।
advertisement
আরও পড়ুনঃ বিজ্ঞান বিষয়ে সচেতনতা বাড়াতে মালদহে শিশু কংগ্রেস
বিশেষ এই টিমটি জেলার বিভিন্ন প্রান্তে অভিযান চালায়।অভিযান চালিয়ে ইংরেজবাজার থানা সহ জেলার বিভিন্ন থানা এলাকা থেকে উদ্ধার হয় ১৮ টি চোরাই মোটরবাইক। গ্রেফতার করা হয় ১১ জনকে। জানা গেছে ধৃতরা বেশিরভাগই কালিয়াচক থানা এলাকার বাসিন্দা। অতিরিক্ত পুলিশ সুপার শাহ অমিত কুমার জানান, মূলত চুরি ছিনতাই এর কাজেই ব্যবহার করা হতো এই বাইক গুলি। বাইক পাচার চক্রের দুই মূল পান্ডাকেও গ্রেফতার করা হয়েছে। তার সাথে মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুনঃ আইনি জটিলতায় মৃতদেহ বাংলাদেশে নিয়ে যেতে সমস্যায় পরিবার!
অপরদিকে মালদহ জেলার হবিবপুর গাজোল কালিয়াচক সহ বিভিন্ন থানা এলাকা থেকে চুরি যাওয়া ৬৪ টি মোবাইল উদ্ধার করতে সাফল্য পেয়েছে পুলিশ কর্তারা। উদ্ধার মোবাইল গুলি জেলা পুলিশ সুপার অফিস থেকে প্রকৃত মালিকদের হাতে দিন তুলে দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে। মালদহ জেলা পুলিশের এমন সাফল্যকে সাধুবাদ জানাচ্ছেন জেলার সাধারণ মানুষ।
Harashit Singha






