Malda News: বিজ্ঞান বিষয়ে সচেতনতা বাড়াতে মালদহে শিশু কংগ্রেস
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
বিজ্ঞান বিষয়ক বিভিন্ন মডেল নিজেদের চিন্তাভাবনা থেকে তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন মালদহ জেলার বিভিন্ন প্রান্তের খুদে স্কুল পড়ুয়ারা।
#মালদহ : বিজ্ঞান বিষয়ক বিভিন্ন মডেল নিজেদের চিন্তাভাবনা থেকে তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন মালদহ জেলার বিভিন্ন প্রান্তের খুদে স্কুল পড়ুয়ারা। শুধু মডেল নয়, নানান প্রদর্শনী সহ বিজ্ঞান ভিত্তিক এই প্রতিযোগিতায় সেমিনার তাৎক্ষণিক বক্তব্য সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা প্রশাসনের উদ্যোগে। মালদহ শহরের বার্লো গার্লস হাইস্কুলে আয়োজিত শিশু বিজ্ঞান কংগ্রেসে জেলার বিভিন্ন প্রান্তের মোট ৩০ টি স্কুলের খুদে পড়ুয়ারা অংশগ্রহণ করে। পঞ্চম শ্রেণী থেকে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা নিজেদের চিন্তাভাবনা থেকেই বিজ্ঞান বিষয়ক বিভিন্ন মডেল প্রদর্শনী নিয়ে উপস্থিত হয় এই প্রতিযোগিতায়।
একদিনের এই বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতা আয়োজনের মূল উদ্দেশ্য, খুদে পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান চেতনাও বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ানো। মালদহ জেলা সাইন্স টেকনোলজি ও বায়োটেকনোলজি বিভাগের উদ্যোগে ও মালদহ জেলা প্রশাসনের সহযোগিতায় প্রতি বছরের মতো এবারও এই শিশু বিজ্ঞান কংগ্রেসের আয়োজন করা হয়। ৩০তম মালদহ জেলা শিশু বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার বার্লো গার্লস হাইস্কুলে উপস্থিত ছিলেন মালদহ জেলার অতিরিক্ত জেলাশাসক( সাধারণ) বৈভব চৌধুরী।
advertisement
advertisement
মালদা ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহ, সহ মালদহ জেলার অন্যান্য প্রশাসনিক কর্তা আধিকারিক থেকে জেলার বিশিষ্ট শিক্ষাবিদেরা। ছাত্র-ছাত্রীদের মডেল প্রদর্শনী প্রতিযোগিতা ছাড়াও এদিনের এই অনুষ্ঠানে জেলার বিশিষ্ট অধ্যাপকেরা বিজ্ঞান বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক শিবির করবেন এই অনুষ্ঠানে। সেমিনারের মাধ্যমে জেলার বিশিষ্ট অধ্যাপকেরা পড়ুয়াদের বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে আলোচনা করবেন। প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
advertisement
Harashit Singha
view commentsLocation :
First Published :
September 23, 2022 5:33 PM IST
