Malda News: আইনি জটিলতায় মৃতদেহ বাংলাদেশে নিয়ে যেতে সমস্যায় পরিবার!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
বৈধ ভাবে ভিসা করে ভারতে ঘুরতে এসে অসুস্থ হয়ে মৃত্যু বাংলাদেশীর। তবে তাঁর মরদেহ নিয়ে যেতে সমস্যা সীমান্তে। মৃতের বৈধ কাগজপত্র রয়েছে, তবে হাইকমিশনারের অনুমতি পত্র না থাকায় সীমান্তের বেড়াজালে আটকে পড়ল দেহ।
#মালদহ : বৈধ ভাবে ভিসা করে ভারতে ঘুরতে এসে অসুস্থ হয়ে মৃত্যু বাংলাদেশীর। তবে তাঁর মরদেহ নিয়ে যেতে সমস্যা সীমান্তে। মৃতের বৈধ কাগজপত্র রয়েছে, তবে হাইকমিশনারের অনুমতি পত্র না থাকায় সীমান্তের বেড়াজালে আটকে পড়ল দেহ। অবশেষে তিনদিনের মৃতদেহ নিয়ে বাংলাদেশে যাওয়ার অপেক্ষায় পরিবার। হাসপাতালের মর্গ থেকে দেহ নিয়ে নিয়েছে আত্মীয় পরিজনেরা। তাই দ্বিতীয় বার মর্গে নিচ্ছে না দেহ। এমন অবস্থায় মর্গের সামনে তিনদিন আগের দেহ নিয়ে বসে রয়েছেন পরিবারের লোকেরা। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা। মৃতের আত্মীয়দের একজন গিয়েছেন কলকাতায় হাইকমিশনার অফিস। সেখান থেকে কাগজ পেলেই দেহ নিয়ে যাওয়ার অনুমতি মিলবে।
এই অবস্থায় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দেহ নিয়ে অপেক্ষায় পরিবার। জানা গিয়েছে, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বেনীচক গ্রামের দুই বাসিন্দা ভারতে ঘুরতে আসেন। মালদহে তাঁদের আত্মীয়ের বাড়ি আসেন। গত শুক্রবার পুরাতন মালদহের খইহাট্টা গ্রামে পৌঁছায় দুই বাংলাদেশি নাগরিক। ভারতে আসার পর অসুস্থ হয়ে পড়েন শ্রীমন্ত কর্মকার (৫০)। আত্মীয়রা তাকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার তাঁর মৃত্যু হয়।
advertisement
advertisement
বৃহস্পতিবার মৃতদেহ মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়। বাংলাদেশ বডি নিয়ে যাওয়ার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে লিখিত নিয়ে আসেন পরিবারের লোকেরা। বৃহস্পতিবার মৃতদেহ নিয়ে হিলি সীমান্তে পৌঁছায় পরিবারের লোকেরা। সেখানে নথি যাচাইয়ের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে দেহ আটকে দেওয়া হয়। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্ত থেকে দেহ রাতেই মালদহে ঘুরিয়ে নিয়ে আসেন পরিবারের লোকেরা। মর্গে দেহ রাখার জন্য অনুরোধ করেন।
advertisement
আরও পড়ুনঃ অনলাইন শপিংয়ের দাপটে ব্রাত্য ছোট দোকানদারদের ব্যবসা!
কিন্তু নিয়ম না থাকায় সেখানে দেহ রাখতে পারেননি পরিবারের লোকেরা। বাধ্য হয়ে মর্গের সামনে খোলা আকাশের নিচে দেহ রেখেছেন। এদিকে তিন দিনের দেহ থেকে দূর্গন্ধ ছড়াতে শুরু করেছে। এমন অবস্থায় দেহ নিয়ে রয়েছেন পরিবারের লোকেরা। পরিবারের লোকেদের দাবি, তাঁরা এখন নিরুপায়। মালদহ থেকে দেহ বাংলাদেশ কি ভাবে নিয়ে যাবেন সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেহ নিয়ে যাওয়ার অপেক্ষায় বসে রয়েছেন।
advertisement
Harashit Singha
view commentsLocation :
First Published :
September 23, 2022 4:24 PM IST
