মালদহের তাইকোন্ডা খেলোয়াড়রা বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে মোট ৪২ টি পদক জিতেছেন। এই জেলা থেকে মোট ৬০ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ১৪ জন প্রথম, ১২ জন দ্বিতীয় ও ১৬ জন তৃতীয় স্থান অধিকার করেছেন। তাইকোন্ডা ফেডারেশন অফ ইন্ডিয়া অনুমোদিত বেঙ্গল তাইকোন্ডা অ্যাসোসিয়েশনের উদ্যোগে তাইকোন্ডা অ্যাসোসিয়েশন অফ পুরুলিয়ার ব্যবস্থাপনায় পুরুলিয়ায় ৩২ তম রাজ্য কিরোগি ও ১২ তম রাজ্য পুমসে তাইকোন্ডা প্রতিযোগিতা আয়োজিত হয়।
advertisement
আরও পড়ুন: বছরের শুরুতেই উৎসবমুখর দুর্গাপুরবাসী, কল্পতরু মেলায় জনপ্লাবন
গত ২৭ ও ২৯ ডিসেম্বর পুরুলিয়া জেলার মানভূম স্পোর্টস অ্যাসোসিয়েশনের ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাজ্যের একাধিক জেলা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রথম মালদহ জেলা এত ভালো ফল করল। এমনিতেই জেলা থেকে এতজন প্রতিযোগী এই প্রথম অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল। তার উপরেও পদকের সংখ্যাও অনেকটাই বেড়েছে।
এই প্রতিযোগিতায় প্রথম স্থানে থাকা মালদহের ১৪ জন তাইকোন্ডা প্রতিযোগী এবার জাতীয় প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবেন। তাইকোন্ডা ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে এই জাতীয় স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
রাজ্যস্তরের প্রতিযোগিতায় ভালো ফল করার পর প্রথম স্থান অধিকারী খেলোয়াড়েরা আগামীতে জাতীয় স্তরের প্রতিযোগিতায় নামার জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছেন। পদক জয়ী প্রতিযোগীদের মালদহে সংবর্ধনা দেওয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় তাইকোন্ডা প্রতিযোগিতার আসর বসবে বেঙ্গালুরুতে।
হরষিত সিংহ