জানা গিয়েছে, ওই মহিলার নাম রুনু কুন্ডু। তিনি মালদহ জেলা বামফ্রন্টের মহিলা সমিতির জেলা সম্পাদক। তাঁর স্বামী প্রয়াত হয়েছেন। তাঁর পরিবারের আর কেউ নেয়। একা থাকেন বাড়িতে। ঘর তালা বন্ধ করে শনিবার সকালে বেরিয়েছিলেন। ফিরে দেখেন ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। আলমারি থেকে চুরি হয়েছে নগদ টাকা-সহ বিভিন্ন সামগ্রী।
advertisement
আরও পড়ুনঃ কয়লার বস্তাকে ঢাল করে সাংঘাতিক ষড়যন্ত্র! অভিযানে নেমে বন কর্মীদের চক্ষু চড়কগাছ
ঘর থেকে নগদ টাকা সোনার অলঙ্কার চুরি হয়েছে। একই বাড়িতে একাধিকবার চুরির অভিযোগে নিরাপত্তা নিয়ে পুলিশ প্রশাসনের ওপর ক্ষিপ্ত স্থানীয়রা। রুনু কুন্ডুর অভিযোগ, একই লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনা ঘটাচ্ছে। আগেও বাড়িতে চুরি হয়েছে। গ্রিল ভেঙে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকেছিল। এ বার দরজা ভেঙে বাড়িতে ঢুকেছে। বাড়িতে আমি একাই থাকি। ফলে নিজের প্রাণ নিয়ে যথেষ্ট আতঙ্কে রয়েছি। পুলিশ প্রশাসনকে বিষয়টি জানালেও এখনও পর্যন্ত পুলিশের কোন হেলদোল দেখা যায়নি।
তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয় কাউন্সিলর ও তার প্রতিনিধি দল, বিষয়টি খতিয়ে দেখে থানায় অভিযোগ দায়ের করার জন্য বলেন মহিলাকে। ওই মহিলার পরিবারের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে অনুমান স্থানীয় কাউন্সিলরের। মোট পাঁচবার ঘটনা ঘটল বাড়িতে। নিরাপত্তার পাশাপাশি, দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের দাবি উঠেছে।
হরষিত সিংহ