Siliguri Crime|| কয়লার বস্তাকে ঢাল করে সাংঘাতিক ষড়যন্ত্র! অভিযানে নেমে বন কর্মীদের চক্ষু চড়কগাছ

Last Updated:

Siliguri Mysterious smuggling case: পাচারের আগে দুটি ট্রাক থেকে প্রায় এক কোটি টাকার বার্মাটিক কাঠ উদ্ধার করল বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা । ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে ।

+
title=

#রাজগঞ্জ: পাচারের আগে দুটি ট্রাক থেকে প্রায় এক কোটি টাকার বার্মাটিক কাঠ উদ্ধার করল বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে জলপাইগুড়ি সংলগ্ন দশদরগা এলাকা থেকে দুটি ট্রাক বোঝায় বার্মাটিক কাঠ উদ্ধার করে বনকর্মীরা।
এ দিনের ঘটনায় এক ট্রাক চালককে গ্রেফতার করা হয়। ধৃতের নাম রশিদ খান। ধৃত চালক দিল্লির বাসিন্দা। যদিও অন্য ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আরও পড়ুনঃ 'কমলা'র ছন্দে ছাত্রদের সঙ্গে অধ্যক্ষের তুমুল নৃত্য! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
প্রসঙ্গত, কয়লার বস্তার আড়ালে পাচার হচ্ছিল কোটি টাকার বার্মা টিক কাঠ। গোপন সূত্রের খবর পেয়ে বেলাকোবা রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে শিলিগুড়ি জলপাইগুড়ি ৩১ নং জাতীয় সড়কের দশদরগা এলাকা থেকে কাঠ ভর্তি দুটি ১৪ চাকার লরি আটক করে বেলাকোবা বন দফতরের কর্মীরা। জানা গিয়েছে, অসম থেকে গুড়গাঁওয়ের উদ্দেশে যাচ্ছিল গাড়ি দুটি। এই ঘটনায় একজন গাড়ি চালককে গ্রেফতার করা হয়। অপর গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয় ।
advertisement
advertisement
উদ্ধার হওয়া কাঠের মূল্য প্রায় এক কোটি টাকা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, কয়লার বস্তার আড়ালে এই কাঠগুলি পাচার করা হচ্ছিল। অসম থেকে গুরগাঁওয়ের নিয়ে যাওয়া হচ্ছিল কাঠগুলি। ধৃতকে আগামিকাল জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হবে।
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Siliguri Crime|| কয়লার বস্তাকে ঢাল করে সাংঘাতিক ষড়যন্ত্র! অভিযানে নেমে বন কর্মীদের চক্ষু চড়কগাছ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement