আরও পড়ুন: কর্মরত অবস্থায় হোমগার্ডের অস্বাভাবিক মৃত্যু
ট্রাফিক পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে নিজেদের দায়িত্ব পালন করছে। আর সেই ট্রাফিক কর্মীদের সুস্থ স্বাভাবিক রাখতে এবার এগিয়ে এলেন মালদহের এক কাউন্সিলর। সুজিত সাহা নামে ওই কাউন্সিলর তাঁর দলবল নিয়ে মালদহ শহরের প্রতিটি ট্রাফিক পয়েন্টে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে তুলে দিলেন পানীয় জলের বোতল। পাশাপাশি এই প্রবল গরম মোকাবিলার উপযোগী অন্যান্য সামগ্রীও তুলে দেওয়া হয় ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে।
advertisement
তাঁর এই উদ্যোগ প্রসঙ্গে সুজিত সাহা বলেন, প্রচন্ড গরমেও ট্রাফিক পুলিশ নিজেদের কর্তব্যে অবিচল। প্রতিদিন তাঁদের সকাল থেকে সন্ধে পর্যন্ত খোলা আকাশের নিচে দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে। তাই তাঁদেরকে একটু পানীয় জল খাওয়ানোর ব্যবস্থা করা হয়। যাতে এই তীব্র গরমে তাঁরা অসুস্থ হয়ে না পড়েন।
হরষিত সিংহ