Purulia News: কর্মরত অবস্থায় হোমগার্ডের অস্বাভাবিক মৃত্যু
- Published by:kaustav bhowmick
Last Updated:
সহকর্মীরা একটি বিকট আওয়াজ শুনতে পান। তৎক্ষণাৎ তাঁরা এগিয়ে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন সুনীল কিস্কু। তাঁর পাশেই পড়ে আছে সার্ভিস রিভলবার
পুরুলিয়া: কর্মরত অবস্থায় অস্বাভাবিক মৃত্যু হল। এক হোমগার্ডের। সহকর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। পুলিশের অনুমান, ওই হোমগার্ড নিজের সার্ভিস রিভলভার থেকে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন।
আরও পড়ুন: ১০ টাকায় ইফতার! বর্ধমানে চমক
এই চাঞ্চল্যকর ঘটনাটি পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত এনভিএফ কর্মী বা হোমগার্ডের নাম সুশীল কিস্কু। তিনি পুরুলিয়া পুলিশ লাইনে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকালে বেলগুমা পুলিশ লাইনে সেন্ট্রি ডিউটিতে ছিলেন। হঠাৎই তাঁর সহকর্মীরা একটি বিকট আওয়াজ শুনতে পান। তৎক্ষণাৎ তাঁরা এগিয়ে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন সুনীল কিস্কু। তাঁর পাশেই পড়ে আছে সার্ভিস রিভলবারটি। তড়িঘড়ি ওই হোমগার্ডকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
মৃত ওই হোমগার্ডের বাড়ি বান্দোয়ানের কুইলাপালে। পুলিশের প্রাথমিক অনুমান ওই হোম গার্ড আত্মঘাতী হয়েছেন। যদিও তাতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যাচ্ছে। প্রকৃত সত্য বার করতে তদন্ত শুরু করেছে পুরুলিয়া পুলিশ।
শর্মিষ্ঠা ব্যানার্জি
Location :
Kolkata,West Bengal
First Published :
April 20, 2023 7:40 PM IST