২৪ জনের মধ্যে উত্তরবঙ্গের মালদহের একমাত্র কিশোর জো সোরেন স্থান করে নিয়েছে এই বাছাই পর্বে। চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের তালিকায় নিশ্চিত থাকবে এই ক্ষুদে প্রতিভা, এমনটাই বিশ্বাস তাঁর কোচ ও ক্লাব কর্তাদের।
আরও পড়ুন- একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ! মালদহে বরখাস্ত তিন কর্মী!
মালদহ জেলার হবিবপুর ব্লকের কেন্দপুকুরের আদিবাসী অধ্যুষিত এলাকার বাসিন্দা জো সোরেন। মালদহ জিলা স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। জো-র ছোট থেকেই ফুটবল খেলতে ভাল লাগে। ফুটবলের প্রতি তাঁর আগ্রহ থাকায় পরিবারের লোকেরা তাঁকে মালদহ শহরের ফুটবল কোচিং প্রশিক্ষণ শিবিরে ভর্তি করে। প্রতিদিন নিয়মিত সেখানে দু ঘণ্টা করে ফুটবলের প্রশিক্ষণ নেয় জো সোরেন। পাশাপাশি নিজেও দুই থেকে তিন ঘণ্টা সময় পেলে ফুটবল নিয়ে পড়ে থাকে মাঠে। এইভাবে প্রতিদিন চার থেকে পাঁচ ঘণ্টা ফুটবল প্রশিক্ষণ চলে তাঁর।
advertisement
আরও পড়ুন- জল থৈ থৈ বোরো ধানের জমি! লাগাতার ঝড় বৃষ্টিতে মাথায় হাত কৃষকদের
গত ২৪ এপ্রিল বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির ট্রায়ালে প্রাথমিক বাছাই পর্ব শুরু হয়। সেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রায় ৫০০ জন অংশগ্রহণ করেন। তাদের মধ্যে প্রাথমিক বাছাই পর্বে মালদহের জো সোরেন নির্বাচিত হয়। তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত জেলা ক্রীড়ামহল। এখন আর সময় নষ্ট নয়। সকাল, বিকেল ফুটবলকেই ধ্যান জ্ঞান করে নিরন্তর মাঠে বল নিয়ে ছুটছে এই কিশোর। তাঁর একমাত্র লক্ষ্য, বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির চূড়ান্ত ট্রায়ালে রাজ্য স্তরের প্রশিক্ষণে সুযোগ পাওয়ার।
বেঙ্গল ফুটবল অ্যাকাডেমিতে প্রাথমিক বাছাইয়ের পরে উচ্ছ্বসিত জো সোরেন বলেন, "আমি রাজ্য এবং দেশের হয়ে খেলতে চাই। পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যেতে চাই।"
Harashit Singha