TRENDING:

Madhyamik Examination 2023: সন্তান প্রসবের মিনিট কয়েক পরেই পরীক্ষায় বসল মাধ্যমিক পরীক্ষার্থী

Last Updated:

Madhyamik Examination 2023: সন্তান প্রসবের মিনিট কয়েক পরেই পরীক্ষায় বসল মাধ্যমিক পরীক্ষার্থী। সদ্যোজাত সন্তানকে পাশে নিয়েই হাসপাতালের বেডে বসে টানা তিন ঘন্টা পরীক্ষা দিয়ে সন্তান কোলে নিল। সন্তান প্রসবের মাত্র  ৩৫ মিনিটের মাথায় পরীক্ষা দিতে বসে ওই মাধ্যমিক পরীক্ষার্থী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হরষিত সিংহ, মালদহ- সন্তান প্রসবের মিনিট কয়েক পরেই পরীক্ষায় বসল মাধ্যমিক পরীক্ষার্থী। সদ্যোজাত সন্তানকে পাশে নিয়েই হাসপাতালের বেডে বসে টানা তিন ঘণ্টা পরীক্ষা দিয়ে সন্তান কোলে নিল। সন্তান প্রসবের মাত্র ৩৫ মিনিটের মাথায় পরীক্ষা দিতে বসে ওই মাধ্যমিক পরীক্ষার্থী। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা নাগাদ প্রসবব্যথা নিয়ে মালদহের গাজোল হাতিমারি গ্রামীণ হাসপাতালে ভর্তি হয় ওই মাধ্যমিক পরীক্ষার্থী। সকাল ১১:২৫ নাগাদ গাজলের হাতিমারি গ্রামীণ হাসপাতালে কন্যাসন্তান প্রসব করে সে। এরপর প্রসবের ৩৫ মিনিটের মাথায় মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষায় বসে পরীক্ষার্থী।
advertisement

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যাচ্ছে ওই পরীক্ষার্থীর নাম নার্গিস পারভিন। বয়স ১৭। বাড়ি গাজোল থানার রামনগরের কুতুবপুর এলাকায়। পুকুরিয়া থানার সম্বলপুর অঞ্চল হাই স্কুলের ছাত্রী ওই পরীক্ষার্থী। সুলতানগঞ্জ হাই স্কুলে পরীক্ষা দিচ্ছিল। মঙ্গলবার হঠাৎ সকাল থেকে প্রসব যন্ত্রণা ওঠে। পরিবারের লোকেরা সকাল ছটা নাগাদ ভর্তি করে হাতিমারি গ্রামীণ হাসপাতালে।

advertisement

Check: পশ্চিমবঙ্গ মাধ্যমিক 10 তম ফলাফল 2023

আরও পড়ুন :  ঘণ্টায় ৪০ কিমি বেগে দৌড়ায় এই সাইকেল! দুর্ঘটনায় আহত বাবার কথা ভেবে ছেলের অভিনব আবিষ্কার

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

এরপর পরীক্ষার ৩৫ মিনিট আগে কন্যা সন্তান প্রসব করেন। এরপরেই পরীক্ষায় বসেন ওই মাধ্যমিক পরীক্ষার্থী। মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার ইচ্ছা প্রকাশ করায় হাসপাতালের বেডের মধ্যেই সমস্ত ব্যবস্থা করা হয় শিক্ষা দফতরের পক্ষ থেকে। পরীক্ষার প্রশ্নপত্র থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যবস্থা তড়িঘড়ি করা হয়। স্বাভাবিকভাবেই হাসপাতালের বেডে বসে পরীক্ষা দেন ওই পরীক্ষার্থী।

advertisement

বাংলা খবর/ খবর/মালদহ/
Madhyamik Examination 2023: সন্তান প্রসবের মিনিট কয়েক পরেই পরীক্ষায় বসল মাধ্যমিক পরীক্ষার্থী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল