Alipurduar News: ঘণ্টায় ৪০ কিমি বেগে দৌড়ায় এই সাইকেল! দুর্ঘটনায় আহত বাবার কথা ভেবে ছেলের অভিনব আবিষ্কার

Last Updated:

বাইসাইকেলে বসে এক্সেলেটর ঘোরালেই চলবে সাইকেল।ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে ছুটতে পাড়ে আলিপুরদুয়ারের প্রতীক পালের এই বাইসাইকেল।

+
সাইকেলের

সাইকেলের সঙ্গে প্রতীক পাল

অনন্যা দে, আলিপুরদুয়ার: বাইসাইকেলে বসে এক্সেলেটর ঘোরালেই চলবে বাহন।ঘণ্টায় চল্লিশ কিলোমিটার বেগে ছুটতে পারে আলিপুরদুয়ারের প্রতীক পালের এই বাইসাইকেল। যাদের কোমর ব‍্যথা বা পায়ে কোনও সমস‍্যা রয়েছে তারা এই সাইকেলে বসলে ঘোরাতে হবে না প‍্যাডেলও। প্রতীকের এই সাইকেল নিয়ে চলাফেরা করেন তার বাবা।এই বাইসাইকেল দেখতে চলে আসে এলাকার যুবকেরা।এমন সাইকেল বানিয়ে দেওয়ার অনুরোধ অনেক যুবক রেখেছেন প্রতীক পালের কাছে।
জানা যায় প্রতীক পাল অসুস্থ বাবার জন্য আনকোরা হাতে ব্যাটারি চালিত সাইকেল তৈরি করেছেন।প্রতীকের তৈরি এই সাইকেল দেখে চমকে গেলেন তার বাবা।নিজে কলা বিভাগের ছাত্র হলেও,ছেলেবেলা থেকেই কারিগরির বিষয়ে বেশি ঝোঁক ছিল প্রতীকের।আর ওই কারিগরি বুদ্ধিকে কাজে লাগিয়েই কেল্লাফতে করেছে সে।আলিপুরদুয়ার ১নং ব্লকের আলিপুরদুয়ার জংশন লাগোয়া চেচাখাতার প্রতীক পাল।তার বাবা রঞ্জিত কুমার পাল ২০১৮ সালে পথ দুর্ঘটনায় মারাত্মক ভাবে জখম হন।ভেঙে যায় পা। কোমরে চোটে কাবু হয়ে দেড় বছর বিছানায় শয‍্যাশায়ী ছিলেন।তিনিই পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি হওয়ায়, অনটন বাড়তে শুরু করে সংসারে।যার ফলে কলেজের পাঠ চোকাতে হয় ছেলে প্রতীককে।
advertisement
আরও পড়ুন :  মালদহে মধ্যযুগীয় বর্বরতা! 'অপয়া', 'অলক্ষুণে' অপবাদ দিয়ে বিধবা বধূর উপর অকথ্য অত্যাচার শ্বশুরবাড়িতে
দীর্ঘ সময়ের পর খানিক সুস্থ হয়ে উঠলেও চলাফেরার ক্ষমতা প্রায় হারিয়ে ফলেন ৭২ বছরের হার্ডওয়্যার ব্যবসায়ী রঞ্জিত বাবুু।বাড়ি থেকে তিন কিলোমিটার দূরের নিজস্ব দোকানে পৌঁছতে গিয়ে নাকাল হচ্ছিলেন তিনি।বাবার ওই অসহায়তা দেখে, নিজের বুদ্ধিতেই ব্যাটারির সাহায্যে মোটর চালিত সাইকেল গড়ার বুদ্ধি বার করেন ছেলে প্রতীক।প্রায় সামান্য খরচে তৈরি হয় ওই সাইকেল।তাতে প্যাডেলিংয়ের ব্যবস্থা থাকলেও,সাইকেলে চেপে একবার এক্সেলেটর ঘোরালেই বনবন করে ছুটতে শুরু করে এই সাইকেল।যার ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ ত্রিশ কিলোমিটার আর একনাগাড়ে ছুটতে পারে চল্লিশ কিলোমিটার পর্যন্ত।
advertisement
advertisement
আরও পড়ুন : হুগলিতে অ্যাডিনো ভাইরাস প্রাণ কাড়ল ৯ মাসের শিশুর, জেলা জুড়ে আক্রান্ত শতাধিক
ছেলের তৈরি করা ওই সাইকেলে চেপেই প্রায় বিনা কষ্টে এখন দিনভর ঘুরতে পারেন রঞ্জিত বাবু।ব্যবসার জায়গায় যাতায়াত থেকে শুরু করে নিত্যদিনের কাজের সঙ্গী স্বয়ংক্রিয় ওই সাইকেলই এখন প্রিয় বাহন হয়ে উঠেছে রঞ্জিত বাবুর। অনেকেই তার কাছ থেকে প্রতীকের নম্বর নিয়েছেন সাইকেলটি তৈরি করাবেন বলে।
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ঘণ্টায় ৪০ কিমি বেগে দৌড়ায় এই সাইকেল! দুর্ঘটনায় আহত বাবার কথা ভেবে ছেলের অভিনব আবিষ্কার
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement