রাহী হালদার, হুগলি: গোটা রাজ্য জুড়ে বাড়ছে শিশু মৃত্যু। বাদ নেই হুগলিও। এবার অ্যাডিনোর কোপে প্রাণ গেল ৯ মাসের ছোট্ট মেয়ের। যদিও মৃত্যুর শংসাপত্রে লেখা নিউমোনিয়ার কারণে মৃত্যু। তবে পরিবারের দাবি হাসপাতাল জানিয়েছিল তাদের মেয়ে অ্যাডিনো ভাইরাস পজেটিভ ছিল ।
হুগলির পোলবার মহেশপুর গ্রামের বাসিন্দা সমীর মণ্ডলের ৯ মাসের মেয়ে সুস্মিতা মণ্ডল। বেশ কিছুদিন ধরে জ্বর, শ্বাসকষ্টে ভুগছিল শিশুটি। স্থানীয় চিকিৎসকদের দেখানো হয়। জ্বর না কমায় চুঁচুড়া ইমামবড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গত ২০ ফেব্রুয়ারি কলকাতা মেডিক্যাল কলেজে রেফার করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল শিশুর। সোমবার বিকাল পাঁচটা দশে মৃত্যু হয়। হাসপাতাল থেকে শিশুর পরিবারকে জানানো হয় বেলেঘাটায় পরীক্ষায় অ্যাডিনো ভাইরাস পজিটিভ ছিল। যদিও মৃত্যু শংসাপত্রে নিউমোনিয়া লেখা হয়।
আরও পড়ুন : মালদহে মধ্যযুগীয় বর্বরতা! 'অপয়া', 'অলক্ষুণে' অপবাদ দিয়ে বিধবা বধূর উপর অকথ্য অত্যাচার শ্বশুরবাড়িতে
জেলা জুড়ে অজানা জ্বরে আক্রান্ত বহু শিশু।অ্যাডিনো ভাইরাস ভয় ধরিয়েছে মানুষের মনে।হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভূঁইয়া জানান, " হুগলিতে এখনো পর্যন্ত জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা ৩০৪ জন। তার মধ্যে সক্রিয় ১৩০ জন। ভর্তি হয়েছে ৫৯ জন। প্রতিদিন গড়ে ত্রিশ থেকে ষাট জন আক্রান্ত হচ্ছে।পরিস্থিতি বিবেচনা করে সব হাসপাতালকে সতর্ক করা হয়েছে।জ্বরে আক্রান্তদের জন্য পৃথক আইসোলেশান ওয়ার্ড খোলা হচ্ছে।ওই ওয়ার্ডে মাস্ক পরতে হবে।"
যদিওঅ্যাডিনো ভাইরাসে আক্রান্ত কিনা তা জানার জন্য পরীক্ষার পরিকাঠামো এখনো জেলায় নেই।তবে উপসর্গ দেখে প্রয়োজনে কলকাতার ল্যাবে নমুনা পাঠানো হবে।জ্বর হলে পেট ভরে খাওয়া আর পর্যাপ্ত ঘুম প্রয়োজন।জল বেশি করে খেতে হবে।শরীর দুর্বল থাকলে ইমিউনিটি কম থাকলে ভাইরাস আক্রান্ত হবার সম্ভাবনা থাকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Adeno Virus, Hooghly