Malda News: মালদহে মধ্যযুগীয় বর্বরতা! 'অপয়া', 'অলক্ষুণে' অপবাদ দিয়ে বিধবা বধূর উপর অকথ্য অত্যাচার শ্বশুরবাড়িতে
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Sebak Deb Sarma
Last Updated:
Malda News: বাড়িতে বিধবা বৌদি থাকায় দেওরের বিয়ে হচ্ছে না। চাঞ্চল্যকর দাবি শ্বশুরবাড়ির। মীমাংসা করতে গিয়ে আক্রান্ত মেয়ের পরিবারের লোকজন।
সেবক দেবশর্মা, মালদহ; অপয়া, অলক্ষুণে এমনই অপবাদ দিয়ে মারধর করে শশুরবাড়ি থেকে বিধবা গৃহবধূকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ। সমস্যা মেটাতে গ্রামে বসেছিল সালিশি সভা। আর সেই সালিশি সভাতেই গৃহবধূর পরিবারের সদস্যদের বেধড়ক মারধরের অভিযোগ।শ্বশুরবাড়ির হাতে আক্রান্ত হয়ে বিধবা মহিলা ও পরিবারের লোকজন ভর্তি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদহের বালাসাহাপুর এলাকায়। ঘটনার তদন্ত নেমেছে মালদহ থানার পুলিশ।
জানা গিয়েছে, ১১ বছর আগে ইংরেজবাজার থানার অন্তর্গত ৫২ বিঘা বাগবাড়ি এলাকার লাভলী রবিদাসের সঙ্গে পুরাতন মালদার বালাসাহাপুরের যুবক গণেশ রবিদাসের সম্বন্ধ করে বিয়ে হয়। তাঁদের এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। এক বছর আগে গণেশ রবিদাসের মৃত্যু হয়। অভিযোগ, ের পর থেকেই গৃহবধূ লাভলীকে শ্বশুরবাড়িতে নানাভাবে শারীরিক ও মানসিক অত্যাচার করা হয় বলে অভিযোগ। গৃহবধূর পরিবারের দাবি, বাড়িতে 'বিধবা' থাকাতে দেওরের বিয়ে হচ্ছে না। এই অভিযোগ তুলেই মারধর ও অপবাদ দিয়ে তাঁকে বাড়ি থেকে বের করে দিয়েছে দেওর ও শ্বশুরবাড়ির লোকজন।
advertisement
আরও পড়ুন : ঠান্ডা চিকেন টিক্কার সঙ্গে তরমুজ, শশা, টোম্যাটো! এয়ার ইন্ডিয়ার খাবার দেখে তোপ দাগলেন নামী রন্ধনশিল্পী সঞ্জীব কপূর
সমস্যা মেটানোর জন্য সোমবার রাতে গ্রামে সালিশি সভা ডাকা হয়। অভিযোগ, সেই সালিশি সভায় স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে বেধড়ক মারধর করা হয় গৃহবধূ ও তাঁর বাপের বাড়ির লোকজনকে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি পঞ্চায়েত সদস্য়। প্রহৃতরা মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মালদহ থানায় ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনার পর থেকেই বেপাত্তা দেওর ও শ্বশুরবাড়ির লোকজন।
advertisement
advertisement
আরও পড়ুন : পথের কাঁটা কোথায়? কেন বার বার ডেডলাইন ফেল করছে নিউ গড়িয়া-রুবি মেট্রো পরিষেবা
আক্রান্ত গৃহবধূর বাবা সুবল রবিদাস বলেন, " মেয়েকে শ্বশুরবাড়িতে নানাভাবে অত্যাচার করা হচ্ছিল। বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সমস্যা মেটাতে আমরা গ্রামে আলোচনা সভায় বসি। সেইখানেই বিনা প্ররোচনায় আমাদের ওপর হামলা হয়।" এদিকে সালিশি সভায় উপস্থিত বিজেপির সাহাপুর গ্রাম পঞ্চায়েত সদস্য জীবন মন্ডল বলেন, " সালিশি সভায় আমি উপস্থিত ছিলাম এটা ঠিকই। ওই সভায় দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটি, বচসা শুরু হয়ে যায়। এই জন্য আমরা পুলিশের মাধ্যমে অভিযোগের নিষ্পত্তির কথা বলি। আমার উপস্থিতিতে কোনও মারধর বা হামলা হয়নি।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 28, 2023 9:59 PM IST