হোম /খবর /লাইফস্টাইল /
ঠান্ডা চিকেন টিক্কার সঙ্গে তরমুজ, শশা! এয়ারইন্ডিয়ার খাবারে তোপ শেফ সঞ্জীব কপূরের

Chef Sanjeev Kapoor Slams Air India :ঠান্ডা চিকেন টিক্কার সঙ্গে তরমুজ, শশা, টোম্যাটো! এয়ার ইন্ডিয়ার খাবার দেখে তোপ দাগলেন নামী রন্ধনশিল্পী সঞ্জীব কপূর

উড়ান সংস্থার বিরুদ্ধে তোপ দাগলেন বিখ্যাত শ্যেফ সঞ্জীব কপূর

উড়ান সংস্থার বিরুদ্ধে তোপ দাগলেন বিখ্যাত শ্যেফ সঞ্জীব কপূর

Chef Sanjeev Kapoor Slams Air India: মিমি চক্রবর্তীর পর আরও এক খ্যাতনামী সরব হলেন এয়ার ইন্ডিয়ায় পরিবেিশত খাবারের গুণমানের সমালোচনা করে।

  • Share this:

মুম্বই : ফের কাঠগড়ায় এয়ার ইন্ডিয়ার খাবার। এ বার উড়ান সংস্থার বিরুদ্ধে তোপ দাগলেন বিখ্যাত শ্যেফ সঞ্জীব কপূর। তিনি ছিলেন নাগপুর-মুম্বই বিমানে। অভিযোগ, উড়ানে তাঁকে সার্ভ করা হয়েছিল ঠান্ডা চিকেন টিক্কা। সঙ্গে তরমুজ, শশা, টোম্যাটো। ছবি পোস্ট করে সঞ্জীবের মন্তব্য, "এটাই কি ভারতীয়দের প্রাতরাশ হওয়া উচিত?" প্রসঙ্গত মিমি চক্রবর্তীর পর আরও এক খ্যাতনামী সরব হলেন এয়ার ইন্ডিয়ায় পরিবেিশত খাবারের গুণমানের সমালোচনা করে।

খাবারের ছবি পোস্ট করে সঞ্জীব লেখেন, "ঘুম থেকে ওঠো এয়ার ইন্ডিয়া। নাগপুর-মুম্বই ০৭৪০ উড়ান। ঠান্ডা চিকেন টিক্কার সঙ্গে তরমুজ, শশা, টোম্যাটো ও সেমাই। স্যান্ডউইচে নামমাত্র কুচোনো বাধাকপি আর মেয়োনিজ। চিনির রসের স্পঞ্জ রং করা ছিল ক্রিম আর হলুদ রং দিয়ে।" নামী রন্ধনশিল্পী সঞ্জীবের প্রশ্ন, ভারতীয় রান্নার এই ছবিই কি এয়ার ইন্ডিয়ার মতো উড়ানে পরিবেশিত হওয়া উচিত?

আরও পড়ুন :  দিদি লম্বা, বোন খর্বকায়, উচ্চতার ব্যবধান আকাশপাতাল! কে বলবে এরা যমজ বোন

সঞ্জীবের পোস্টের প্রেক্ষিতে অনেকেই উল্লেখ করেছেন তাঁদের তিক্ত অভিজ্ঞতা। তাঁদের অভিযোগ, আকাশছোঁয়া দামের পরিবর্তে যা খাবার এয়ার ইন্ডিয়া পরিবেন করে তার গুণমান অতি খারাপ।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Air India, Sanjeev kapoor