কলকাতা : লিভারের সমস্যায় গত ২২ ফেব্রুয়ারি থেকে ইএম বাইপাসের ধারে হাসপাতালে ভর্তি ছেলে। কসবার দত্ত পরিবার ধরেই নিয়েছিল এ বার হয়তো আর দশম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা সিবিএসই দেওয়া হল না সৌম্যাশীষের। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে সিবিএসই পরীক্ষা। কিন্তু কিছুতেই নিজের সব প্রস্তুতি বিফলে যেতে দিতে চায় না সৌম্যাশীষ। হাসপাতালের শয্যায় শুয়েই পরীক্ষা দেবে বলে বাবাকে জানায় দৃঢ়সঙ্কল্প এই পড়ুয়া। হাসপাতালের বেডে শুয়েই তাই বাবার কাছে সাউথ পয়েন্ট হাই স্কুলের এই ছাত্রের আর্জি-যে করে হোক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দাও।
অন্য কোনও উপায় না দেখে সৌম্যাশীষের বাবা স্নেহাশীষ দত্ত যোগাযোগ করেন কসবা ট্রাফিক গার্ডের ওসি ইনস্পেকটর অমরেশ ঘোষের সঙ্গে। অসহায় বাবার আর্তি ছিল, কোনওভাবে কি ছেলেকে বাইপাসের ধারে হাসপাতাল থেকে বালিগঞ্জে তার স্কুলে পৌঁছে দেওয়া যায়? শোনামাত্র এক কথায় তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন ইনসপেক্টর অমরেশ ঘোষ। সাউথ ইস্ট ট্রাফিক গার্ডের ইনস্পেকটর আশীষ রায়ের ওপর দায়িত্ব পড়ে, পাইলট-সহ ‘গ্রিন করিডোর’ বেয়ে সৌম্যাশীষকে স্কুলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার।
সেইমতোই হল বন্দোবস্ত। মঙ্গলবার সকালে রাসবিহারী কানেক্টর-এর গ্রিন করিডর ধরে ১০ মিনিটের মধ্যে একটি অ্যাম্বুল্যান্সে করে নিজের স্কুল সাউথ পয়েন্টে পৌঁছে যায় সৌম্যাশীষ। তার সঙ্গে পাইলট হিসেবে ছিলেন কসবা ট্রাফিক গার্ডের সার্জেন্ট সুজয় কুমার সাহা ও সাউথ ইস্ট ট্রাফিক গার্ডের সার্জেন্ট দেবজ্যোতি বিশ্বাস। কলকাতা পুলিশের ফেসবুক পেজে এই ঘটনার কথা পোস্ট করা হয়েছে। নেটিজেনরা বাহবা জানিয়েছেন এই পদক্ষেপ তথা উদ্যোগকে। কলকাতা পুলিশের তরফে শুভেচ্ছা জানানো হয়েছে সৌম্যাশীষকে। তার মনের জোর ও সঙ্কল্পকে কুর্নিশ জানিয়েছে কলকাতা পুলিশ।
পরীক্ষা দিয়ে ছাত্রটি ফিরে গিয়েছে হাসপাতালে। কলকাতা পুলিশকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সৌম্যাশীষের বাবা স্নেহাশীষ দত্ত। শুধু সৌম্যাশীষই নয়। জেলা-সহ কলকাতার নানা অংশে পরীক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে কলকাতা পুলিশ। শনিবার এক মাধ্যমিক পরীক্ষার্থীকেও গ্রিন করিডোর তৈরি করে পৌঁছে দেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে। মঙ্গলবার আর এক মাধ্যমিক পরীক্ষার্থীকে পুলিশের গাড়িতে নিয়ে যাওয়া হয় বাড়িতে। সেখানে সে অ্যাডমিট কার্ড ফেলে এসেছিল। তার পর আবার তাকে অ্যাডমিট কার্ড-সহ পৌঁছে দেওয়া হয় হাসপাতালে। কলকাতা পুলিশের এই মানবিক মুখের ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।