আরও পড়ুন: কাউন্সিলরদের বৈঠকে ব্যাপক অশান্তি, উত্তেজনা টাকি পুরসভায়
বরাবরই ফুটবলপ্রেমী মালদহের মানুষ। গত বছরও মালদহে অনুষ্ঠিত হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ। ভারতীয় ফুটবলের প্রাক্তন তারকাদের সেই খেলা দেখতে প্রচুর মানুষের ভিড় উপচে পড়েছিল গ্যালারিতে। এবারও লিজেন্ডদের এই ফুটবল প্রীতি ম্যাচ দেখতে ফুটবলপ্রেমীরা মাঠে ভিড় করবেন বলে মনে করছেন উদ্যোক্তারা। উদ্যোক্তা তথা উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাস বলেন, প্রাক্তন তারকা ফুটবলাররা এই ম্যাচে খেলবেন। ২২ সেপ্টেম্বর দুই দলের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা এখন থেকে দেখা দিয়েছে।
advertisement
ইতিমধ্যে শুরু হয়েছে সমস্ত রকম প্রস্তুতি। ভারতীয় দলের তারকা প্রাক্তন ফুটবলারদের মালদহে নিয়ে এসে প্রীতি ম্যাচ করানোর মূল লক্ষ্য জেলার কচিকাঁচা ফুটবলারদের মধ্যে ফুটবলের প্রতি আরও আগ্রহ তৈরি করা। এই উদ্যোগকে সামনে রেখে আবারও এই বছর এক ঝাঁক তারকা ফুটবলার নিয়ে আসা হচ্ছে মালদহে। এতদিন যে সমস্ত ফুটবলারদের টিভির পর্দায় খেলা দেখে এসেছিল জেলার মানুষ এবার তাঁদের খেলা সরাসরি দেখার সুযোগ মিলবে এই প্রীতি ম্যাচে। খেলার মাঠে ও গ্যালারির মধ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে টিকিটের ব্যবস্থা করেছেন উদ্যোক্তারা। মালদহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে টিকিট মিলছে। মালদহ শহরের বেশ কিছু কিছু জায়গায় টিকিট বিতরণের জন্য কাউন্টার করা হয়েছে।
হরষিত সিংহ