North 24 Parganas News: কাউন্সিলরদের বৈঠকে ব্যাপক অশান্তি, উত্তেজনা টাকি পুরসভায়
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
টাকি পুরসভার কাউন্সিলরদের বৈঠককে কেন্দ্র করে ব্যাপক অশান্তি, পরিস্থিতি মোকাবিলায় নামাতে হল র্যাফ
উত্তর ২৪ পরগনা: টাকি পুরসভায় কাউন্সিলরদের বৈঠকে ব্যাপক অশান্তি। বিশৃঙ্খলা সামলাতে ঘটনাস্থলে আসে র্যাফ ও বিশাল পুলিশ বাহিনী। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
হঠাৎই টাকি পুরসভার উপ-পুরপ্রধান বদলের খবর ছড়াতেই উত্তেজনা তৈরি হয়। এরপরই কাউন্সিলরদের বৈঠককে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলা ছড়ায়। অভিযোগ, পুরসভার মেনগেট বন্ধ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। ফলে এদিন পুরসভায় এসে কোনও পরিষেবা পাননি নাগরিকরা।
advertisement
advertisement
হাসনাবাদের এসডিপিও দেবরাজ ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বহিরাগতরা যাতে পুরসভার মধ্যে ঢুকতে না পারে তার জন্য মূলগেট ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী। গোটা ঘটনাকে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ বলে ব্যাখ্যা করছে বিরোধীরা। যদিও এই নিয়ে তৃণমূলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
advertisement
জুলফিকার মোল্লা
Location :
Kolkata,West Bengal
First Published :
September 12, 2023 5:18 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: কাউন্সিলরদের বৈঠকে ব্যাপক অশান্তি, উত্তেজনা টাকি পুরসভায়