খোদ মালদহ শহরের বুকে এই ঘটনা ঘটায় হতভম্ব সকলেই। শহরের ২১ নম্বর ওয়ার্ডটি নদী তীরবর্তী এলাকা। অভিযোগ, শাসকদলের একাংশের মদতে এলাকার মাটি মাফিয়ারা রাতের অন্ধকারে মহানন্দা নদীর মাটি চুরি করে নিয়ে যাচ্ছে। এলাকার মানুষের সঙ্গে ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও এই অভিযোগ তুলেছেন।
আরও পড়ুন: গায়ের রং কালো, তাই কালাচাঁদ নামে দোলের দিন কৃষ্ণ পুজো পান এই আখড়ায়
advertisement
নদী থেকে মাটি তুলে নিয়ে গিয়ে তা দিয়ে শহরেরই নিচু জায়গা ভরাট করা হচ্ছে। মাটি মাফিয়াদের সঙ্গে এই কাজে শহরের প্রোমোটাররাও জড়িত আছে বলে অভিযোগ। নদীগর্ভে প্রায় ৫ ফুট গভীর গর্ত করে মাটি তোলা হচ্ছে। এই অবস্থায় নদীর পাড়ে বসবাসকারীরা ভাঙনের আতঙ্কে ভুগতে শুরু করেছেন। এমনিতেই মালদহ জেলায় নদী ভাঙন সমস্যা সম্প্রতি ব্যাপক আকার ধারণ করেছে।
মাটি মাফিয়াদের দৌরাত্ম্যের বিষয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে প্রশাসনিকভাবে জানানো হয়েছে, মহানন্দা নদীর গর্ভ থেকে মাটি কাটা বা বালি তোলার সরকারি কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। এই বিষয়টি খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দেওয়া হয়।
হরষিত সিংহ