West Bardhaman News: গায়ের রং কালো, তাই কালাচাঁদ নামে দোলের দিন কৃষ্ণ পুজো পান এই আখড়ায়
- Published by:kaustav bhowmick
- news18 bangla
Last Updated:
বিষ্ণুর কলিযুগের অবতার বলে ধরা হয় শ্রীচৈতন্যদেব-কে। তাঁর আবির্ভাব তিথি হল দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমা উপলক্ষে বাংলার বহু জায়গায় গোপালের পুজো করা হয়। আবার অনেক জায়গায় শ্রীকৃষ্ণের পুজোও হয়। কাঁকসার বাবা কালাচাঁদের আখড়ার এই পুজো বহু যুগ ধরে চললে আসছে।
কাঁকসা: বৃন্দাবনের গোপিনীদের প্রিয় কানাই নাকি ঘোর কৃষ্ণ বর্ণের ছিলেন। তাই কেউ কেউ আদর করে তাঁকে ডাকতেন কালাচাঁদ। বিষ্ণু অবতার কৃষ্ণের এই কালাচাঁদ রূপ আজও দোলের দিন পূজিত হয় বাংলার এক বিশেষ জায়গায়। বহু শতাব্দী ধরে এই প্রথা চলে আসছে। কাঁকসার মাধব মাঠের নয়নসুখ তলায় অবস্থিত বাবা কালাচাঁদের বড় আখড়া। দোল পূর্ণিমা উপলক্ষে সেখানে ধুমধাম করে শ্রীকৃষ্ণের পুজো করা হয়। তবে কানাই এখানে কালাচাঁদ নামে পরিচিত।
বিষ্ণুর কলিযুগের অবতার বলে ধরা হয় শ্রীচৈতন্যদেব-কে। তাঁর আবির্ভাব তিথি হল দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমা উপলক্ষে বাংলার বহু জায়গায় গোপালের পুজো করা হয়। আবার অনেক জায়গায় শ্রীকৃষ্ণের পুজোও হয়। কাঁকসার বাবা কালাচাঁদের আখড়ার এই পুজো বহু যুগ ধরে চললে আসছে।
আরও পড়ুন: ‘খাওয়ার পর দুটো মিষ্টি চাই-ই চাই’ রংয়ের উৎসবে ভেসে হালকা মেজাজে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়
advertisement
advertisement
এ বারেও দোলের সন্ধেয় পুজো হয়। পাশাপাশি, নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দোল উপলক্ষে এলাকায় বসেছে মেলা। এ ছাড়াও আগামী কয়েক দিন আরও নানান অনুষ্ঠান হবে। স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকশো বছর ধরে এই এলাকায় একটি আখড়া ছিল। সময়ের সঙ্গে সঙ্গে এখানকার বহু প্রাচীন সম্পদ মাটির তলায় চলে গিয়েছে। তবে এখনও সাড়ম্বরে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে দোলের দিন কালাচাঁদের পুজোর এই প্রাচীন ঐতিহ্য।
advertisement
প্রতিবছর এই পুজো উপলক্ষে বহু মানুষ ভিড় জমান মন্দির প্রাঙ্গনে। পুজোর পাশাপাশি দোলের সন্ধেয় ভক্তদের জন্য ভোগের আয়োজন করা হয়। মঙ্গলবার কয়েক হাজার ভক্ত ভোগ খান।
নয়ন ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
March 08, 2023 11:06 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: গায়ের রং কালো, তাই কালাচাঁদ নামে দোলের দিন কৃষ্ণ পুজো পান এই আখড়ায়