‘খাওয়ার পর দুটো মিষ্টি চাই-ই চাই’ রংয়ের উৎসবে ভেসে হালকা মেজাজে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় 

Last Updated:

প্রতিবেশী বন্ধু-বান্ধবদের সঙ্গে দোলের শুভেচ্ছা বিনিময় করলেন। নিজে রং মাখলেন অপরকেও রাঙিয়ে দিলেন। গান করলেন, "তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে।"

দোলের রঙে রঙিন শোভনদেব চট্টোপাধ্যায়
দোলের রঙে রঙিন শোভনদেব চট্টোপাধ্যায়
কলকাতা: প্রতিদিনই হাজারো কাজ। জনপ্রতিনিধি হিসেবে যেমন সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে হয় ঠিক তেমনি মন্ত্রী হয়েও অনেক দায়িত্ব পালন করতে হয়। আবার বিধানসভায় বিরোধীদের পালটা জবাবও দিতে হয় এই পোড় খাওয়া রাজনীতিবিদ শোভনদেব চট্টোপাধ্যায়কে। তবে এর মধ্যে থেকেও কবিতা লেখেন, গান করেন, রিংয়ে নামার সময় কম থাকলেও চর্চায় থাকেন। আর ভালোবাসেন উৎসব। আর এই কারণেই তিনি সবার থেকে কিছুটা আলাদা। প্রতিবছরই দোলের দিন তাঁকে রঙিন ভাবে দেখতে অভ্যস্থ দক্ষিণ কলকাতার মানুষ। এবারেও তার অন্যথা হয়নি।
সকাল থেকেই দক্ষিণ কলকাতার নিজের এলাকায় ঘুরলেন তিনি। পরিচিত, প্রতিবেশী বন্ধু-বান্ধবদের সঙ্গে দোলের শুভেচ্ছা বিনিময় করলেন। নিজে রং মাখলেন অপরকেও রাঙিয়ে দিলেন। গান করলেন, "তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে।"
advertisement
advertisement
ছোট থেকেই উৎসব প্রিয় দক্ষিণ কলকাতার এই দাপুটে রাজনীতিবিদ যেকোনো উৎসব এই সবান্ধবে ঝাঁপিয়ে পড়েন। আর দোলের মাধ্যমে মানুষের সঙ্গে জনসংযোগও সেরে ফেলেন তিনি। উৎসব প্রিয় যেমন তেমনই খাদ্য রসিক হিসেবেও তার পরিচিতি আছে। তবে আজকাল আমিষ নৈব নৈব চ। তবে মিষ্টি খেতে ভালোবাসেন। এদিন সকালেও খাবার প্লেটে ছিল জিলিপি।
advertisement
তিনি বলেন, "মাছ, মাংস, ডিম না। পরিবারে বাকিরা খায়। আমার পছন্দ মিষ্টি। মিষ্টি ছাড়া আমার একদমই চলে না। এখনও প্রতিদিন অন্তত খাওয়ার পরে দুটো মিষ্টি চাই-ই চাই। যাঁরা আমার এই দুর্বলতার কথা জানেন তাঁরা আমার জন্য মিস্টি নিয়ে আসেন।"
advertisement
সমাজে উৎসবের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "এই দিনটা রঙের উৎসব। তবে এর সঙ্গে অর্থনীতির যোগটাও গভীর ভাবে রয়েছে। যখন আনুষ্ঠানিক ভাবে অর্থনীতির কথাটা মানুষ জানতেও পারেনি তখন থেকেই এই দিনটার সঙ্গে মানুষ জড়িয়ে পড়েছে। কিভাবে? দোল উৎসব যখন হয় তার আগে থেকেই মানুষকে অনেক আয়োজন করতে হয়। যেহেতু এটা ধর্মীয় উৎসব তাই পুজোর জোগাড় করতে হয়, রং কিনতে হয়, অনেক ক্ষেত্রে পোশাক কিনতে হয় এরকম আরো অনেক কিছু। আর এর ফলে কারবার বাড়তে থাকে আর এই কারবারের ফলে মানুষের রোজকার বাড়তে থাকে। একটি উৎসব সকলের অজান্তেই অনেক মানুষকে অনেক কিছু দিয়ে দেয়। রাজ্য সরকারও যে বিভিন্ন উৎসবকে উৎসাহ দেয় তার ফলেও এইরকমই ভাবেই সাধারণ মানুষের উপর প্রভাব পড়ে। অনেক মানুষের উপকার হয়।"
advertisement
UJJAL ROY
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘খাওয়ার পর দুটো মিষ্টি চাই-ই চাই’ রংয়ের উৎসবে ভেসে হালকা মেজাজে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় 
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement