Holi 2023: শরীরের আনাচে কানাচে লেগে থাকা রঙ তোলার সহজ উপায়, রইল টিপস
- Published by:Debalina Datta
Last Updated:
Holi 2023: ত্বক, চুলে রঙ খেলার পরেও রঙ লেগে, রইল সহজ টিপস
advertisement
চুলের রঙ লাগা থেকে রক্ষা করার পদ্ধতি রঙের সাথে খেলতে যাওয়ার আগে চুলে ক্যাস্টর অয়েল বা অলিভ অয়েল লাগান। ১)তেল চুলের উপর একটি রক্ষাকারী স্তর তৈরি করবে। এটি লাগানো থাকলে চুল ধোয়ার সময় সহজেই রঙ উঠে যাবে। যদি আপনার অলিভ অয়েল বা ক্যাস্টর অয়েলে না থাকে তবে আপনি বিকল্প হিসাবে নারকেল তেল বা বাদাম তেল ব্যবহার করতে পারেন। আগের রাতে তেল ম্যাসাজ করলে ভাল হয় কারণ এটি আপনার মাথার ত্বককে রক্ষা করতেও সাহায্য করবে।
advertisement
advertisement
advertisement
advertisement
চুলে রঙের থেকে রক্ষা পাওয়ার পর এবার রইল শরীরের বাইরে ও প্রাইভেট পার্ট থেকে রঙ তোলার পর্ব ৫) খেলার জন্য বাইরে যাওয়ার আগে আপনার হাত, মুখ এবং শরীরের সমস্ত উন্মুক্ত অংশে প্রচুর পরিমাণে ময়েশ্চারাইজার লাগান। একইভাবে আবীর বা রঙ যেহেতু শরীরের বিভিন্ন অংশে ঢুকে লেগে থাকে তাতে শরীরের ভিতরের অংশ ও প্রাইভেট পার্টেও এই ময়েশ্চারাইজার লাগিয়ে নিন৷
advertisement
advertisement
advertisement
advertisement