চলতি মরসুমে পাট চাষ করে চরম সমস্যায় পড়েছেন জেলার কৃষকেরা। পাট কেটে ফেলে রেখেছেন জমিতে। পাট না কেটে নিলে জমিতে শুকিয়ে যাচ্ছে। এদিকে জল নেই কোন জলাশয়ে। এমন পরিস্থিতিতে লোকসানের মুখে পড়তে চলেছে জেলার কৃষকেরা। ইতিমধ্যে মালদহ জেলা কৃষি দফতরের তরফ থেকে ক্ষতিগ্রস্ত জমি চিহ্নিত শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলার প্রতিটি ব্লকে কৃষির দফতরের কর্মীরা মাঠে গিয়ে পাট চাষের ক্ষতির পরিমাণ খতিয়ে দেখবেন।
advertisement
আরও পড়ুনঃ সাপে কামড়ালে কী কী করবেন? কর্মশালায় জানালেন বিশেষজ্ঞরা
জেলা জুড়ে ক্ষতির তালিকা তৈরি করা। জেলায় পাট চাষের ক্ষতির পরিমাণ একত্রিত করে তা পাঠানো হবে রাজ্যে। যে সমস্ত কৃষকদের ক্ষতির পরিমাণ বেশি তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। ঠিক কত পরিমান ক্ষতিপূরণ পাবেন কৃষকেরা তা সবটাই ঠিক করবে রাজ্য সরকার। এই মুহূর্তে রাজ্য সরকারের নির্দেশে জেলা কৃষি দফতরের তরফ থেকে ক্ষতির পরিমাণ তালিকা করার নির্দেশ মিলেছে।
আরও পড়ুনঃ তীরন্দাজিতে জুয়েলের আগামী লক্ষ্য বিশ্বকাপ, চলছে জোর প্রস্তুতি
চলতি মরশুমে পাট চাষ করে চরম সমস্যার সম্মুখীন কৃষকেরা। ঠিকমতো পাঁটের পচন না হলে ভাল মানের তন্তুজ তৈরি হবে না। ভালো তন্তুষ্ট তৈরি না হলে মিলবে না সঠিক দাম। এখনো জেলার পাট চাষিরা অপেক্ষায় রয়েছেন বৃষ্টির। বৃষ্টি হলে যেটুকু পার্ট রয়েছে তা থেকে অনেকটাই সমস্যার সমাধান হতে পারে।
Harashit Singha