পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগের চূড়ান্ত পর্বের ইন্টারভিউয়ে ডাক পেয়েছিলেন মালদহের অনেক চাকরিপ্রার্থী। এই ইন্টারভিউয়ে কীভাবে প্রশ্নের উত্তর দিতে হবে তার প্রস্তুতির জন্য জেলার চাকরিপ্রার্থীদের মক ইন্টারভিউ নেন জেলা পুলিশের কর্তারা। সেখানে চাকরিপ্রার্থীদের ভুল-ভ্রান্তিগুলিও দেখিয়ে দেওয়া হয়। এর হাতে গরম তার ফল পাওয়া গেল।
আরও পড়ুন: ছেঁকা লাগা গরমের ধাক্কা পাট চাষে
advertisement
আইন-শৃঙ্খলা সামলে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগের চাকরিপ্রার্থীদের মক টেস্ট নেওয়ার ব্যবস্থা করে মালদহ জেলা পুলিশ। জেলা পুলিশ লাইনে নিয়মিত এই চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ের প্রশিক্ষণ নেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ কেন্দ্রে মোট ১০ জন পুলিশকর্তা নিয়মিত ক্লাস নেন। মোট ৮৮ জন চাকরিপ্রার্থী জেলার পুলিশ কর্তাদের কাছে প্রশিক্ষণ নেন। মালদহের এসপি প্রদীপ কুমার যাদবের উদ্যোগেই গোটা বিষয়টি ঘটে। ৮৮ জন চাকরিপ্রার্থীর মধ্যে ৮০ শতাংশই ইন্টারভিউয়ে পাশ করে গিয়েছেন।
জেলা পুলিশের এমন উদ্যোগের কারণেই তিনি ইন্টারভিউয়ে উত্তীর্ণ হয়ে পুলিশ কনস্টেবলের চাকরি পেয়েছেন বলে জানান সুস্মিতা সিংহ। যে ৮৮ জন জেলা পুলিশ লাইনে নিয়মিত প্রশিক্ষণ নিতে যেতেন তাঁদের মধ্যে ছিলেন এই তরুণীও। চাকরিপ্রার্থীদের আশা, এই ধরনের প্রশিক্ষণ আগামী দিনেও চালিয়ে যাবে মালদহ জেলা পুলিশ।
হরষিত সিংহ