Dakshin Dinajpur News: ছেঁকা লাগা গরমের ধাক্কা পাট চাষে

Last Updated:

প্রতিবছর জলস্তর ক্রমাগত আরও নিচে চলে যাচ্ছে। সেই সঙ্গে এবার গ্রীষ্মের শুরুতে টানা তাপপ্রবাহের জেরে জলের অভাবে ঠিক করে পাট চাষে জলসেচ করা সম্ভব হয়নি।

+
title=

দক্ষিণ দিনাজপুর: পাট চাষিদের কপালে চিন্তার ভাঁজ। এই বছর গ্রীষ্মের শুরুতে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা অত্যধিক বেশি থাকায় ব্যাপক ক্ষতি হয়েছে পাট চাষের। অত্যধিক উত্তাপ ও পর্যাপ্ত জলের অভাবে শুকিয়ে যাচ্ছে পাট গাছের পাতা। ফলে এবার পাট চাষ মারাত্মক ধাক্কা খেতে পারে বলে চাষিদের আশঙ্কা।
দক্ষিণ দিনাজপুরের অধিকাংশ এলাকায় পাট গাছ জলের অভাবে নুয়ে পড়েছে। ঝরে পড়ছে পাতা। এই জেলায় গ্রীষ্মকালে জলসঙ্কট এমনিতেই পরিচিত ছবি। এদিকে প্রতিবছর জলস্তর ক্রমাগত আরও নিচে চলে যাচ্ছে। সেই সঙ্গে এবার গ্রীষ্মের শুরুতে টানা তাপপ্রবাহের জেরে জলের অভাবে ঠিক করে পাট চাষে জলসেচ করা সম্ভব হয়নি। খাল-বিল, পুকুরের জল‌ও শুকিয়ে যাওয়ায় পাটগাছ বাঁচানোর মত কোন‌ও পদক্ষেপই নিতে পারেননি চাষিরা। এই পরিস্থিতিতে কৃষিবিশেষজ্ঞদের আশঙ্কা আর কয়েকদিন এমন পরিস্থিতি চললে এই বছর পাট চাষের ব্যাপক ক্ষতি হয়ে যাবে। যদিও গত দু-তিন দিনে আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটেছে। কিন্তু তা প্রয়োজনের তুলনায় সামান্য বলেই দাবি চাষিদের।
advertisement
advertisement
এই যেমন তপনের বিস্তীর্ণ এলাকাজুড়ে একই সমস্যার মধ্যে আছেন পাট চাষিরা। এখানকার পাট চাষিদের দাবি, পর্যাপ্ত জলের অভাবে পাটগাছ খুব একটা লম্বা হতে পারেনি। উল্টে তার স্বাস্থ্য অত্যন্ত খারাপ। এই পরিস্থিতিতে প্রকৃতিই এখন একমাত্র ভরসা চাষিদের। তাঁদের আক্ষেপ, শেষ চেষ্টায় হিসেবে জল সেচের ব্যবস্থা যে করবেন কিন্তু কোথাও এই জল নেই। এদিকে পাট চাষের ক্ষতি হলে রাজ্যের চটকলগুলি বিপদে পড়বে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা
advertisement
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dakshin Dinajpur News: ছেঁকা লাগা গরমের ধাক্কা পাট চাষে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement