South 24 Parganas News: সোশ্যাল মিডিয়ায় 'প্রেম', ছাত্রীকে অপহরণের অভিযোগে গুজরাতে ধৃত বাংলার যুবক
- Published by:kaustav bhowmick
- Reported by:ARPAN MONDAL
Last Updated:
নাবালিকার সঙ্গে ফেসবুকে আলাপ হয়েছিল অভিযুক্ত শুভেন্দুর। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সে ওই ছাত্রীকে নিয়ে গুজরাতে পালিয়ে যায়। নাবালিকার পরিবার নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে।
দক্ষিণ ২৪ পরগনা: সোশাল মিডিয়ায় আলাপ। সেখান থেকে গভীর হয়ে সম্পর্ক। অভিযোগ, নবম শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে গুজরাতে নিয়ে চলে যায় শুভেন্দু বেরা। তার বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। অভিযুক্ত যুবককে অবশেষে গুজরাত থেকে গ্রেফতার করল পুলিশ।
সূত্রের খবর, গড়িয়ার বাসিন্দা ওই নাবালিকার সঙ্গে ফেসবুকে আলাপ হয়েছিল অভিযুক্ত শুভেন্দুর। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সে ওই ছাত্রীকে নিয়ে গুজরাতে পালিয়ে যায়। নাবালিকার পরিবার নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে পুলিশ যুবকের মোবাইল টাওয়ার লোকেশন ধরে গুজরাতের ভক্তিনগর থেকে তাকে গ্রেফতার করে। ওই নাবালিকাকেও ফিরিয়ে আনা হয়েছে। ধৃত শুভেন্দু বেরার বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাসপুরে।
advertisement
advertisement
ধৃত যুবকের বিরুদ্ধে অপহরণ, পকসো ও বাল্য বিবাহ আইনে মামলা রুজু করেছে পুলিশ৷ ওই নাবালিকাকে উদ্ধার করে আপাতত হোমে পাঠানো হয়েছে৷ তার শারীরিক পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
অর্পণ মণ্ডল
Location :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2023 4:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: সোশ্যাল মিডিয়ায় 'প্রেম', ছাত্রীকে অপহরণের অভিযোগে গুজরাতে ধৃত বাংলার যুবক