বিসর্জন দেখতে ও দড়ি টানতে বহু ভক্তের সমাগম হয়।মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী বাজার সর্বজনীন কালী প্রতিমা ৪২ ফিট উচ্চতার। মন্দিরেই তৈরি করা হয় প্রতিমা। তবে এই বিশাল প্রতিমা প্রতি বছর বিসর্জন দেওয়া হয়। তাই মজবুত করে তৈরি করা হয় প্রতিমার কাঠামো। পুজোর ১৩ দিন পর্যন্ত থাকে প্রতিমা।
আরও পড়ুন : জীবিত দিদিকে 'মৃত' দেখিয়ে সম্পত্তি হরণ ভাইয়ের
advertisement
আরও পড়ুন : ৭৯ বছরের বৃদ্ধার দেহদানের মধ্যে দিয়েই নজির গড়ল নিউ ব্যারাকপুর হাসপাতাল
কালীপুজোকে ঘিরে ১৩ দিনব্যাপী চলে বিশাল মেলা। মালদহ জেলা ছাড়াও গৌড়বঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু ভক্তের সমাগম ঘটে এই মেলায়। ১৪ দিন পর বিসর্জন দেওয়া হয়। বিসর্জনের সময় প্রতিমার কাঠামোর দুই দিকে মোটা দড়ি বেঁধে টান দেওয়া হয়। রাস্তায় ফেলা হয় বাঁশ। কোনও চাকার প্রয়োজন হয় না। বাঁশের উপর দিয়েই প্রতিমার কাঠামো এগিয়ে যায় সামনের দিকে। রাস্তার দুই পাশের বাড়ির থেকেও প্রতিমা উঁচু। ওই অবস্থায় রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়। মন্দির থেকে প্রায় ছযশো মিটার দূরে একটি জলাশয়ে বিসর্জয় দেওয়া হয় প্রতিমা। প্রতি বছরের মত এবারও কয়েক হাজার মানুষের ঢল নামে বিসর্জন দেখার। কালী প্রতিমার বিসর্জন কে ঘিরে নিরাপত্তায় মোড়া হয়েছিল গোটা এলাকা।