তবে কাটা মুণ্ডুটি পুরুষ নাকি মহিলার তা এখনও বোঝা যায়নি। মালদহ শহরের জনবহুল এলাকার পাশেই পরিত্যক্ত জায়গা থেকে কাটা মুণ্ডু উদ্ধারের ঘটনায় রীতিমতো এদিন শোরগোল পড়ে যায় গোটা শহরজুড়ে। কাতারে কাতারে মানুষ ভিড় করেন মাথাটি দেখতে।
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ। মানুষের ভিড় সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন তারা। পুলিশের পক্ষ থেকে কাটা মুণ্ডুটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। তবে শহরের মধ্যে সকলের চোখের সামনে এই ঘটনায় রহস্য দানা বেঁধেছে।
কে বা কারা কেন এখানে কাটা মুণ্ডুটি ফেলে গিয়েছে তার নিয়েও উঠছে প্রশ্ন। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যাগের ভেতরে মুণ্ডুটি নিয়ে এসে এখানে ফেলে দেওয়া হয়। তবে দীর্ঘদিন ধরেই মুন্ডুটি পড়ে থাকলেও আশেপাশে তেমন দূর্গন্ধ ছড়ায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। কাটা মুণ্ডুটি উদ্ধার করে ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।
আরও পড়ুন: কম্বল বিতরণ কাণ্ডে 'রক্ষাকবচ' চেয়ে হাইকোর্টে চৈতালি তিওয়ারি! আদালতে জানালেন 'এই' আর্জিও
ময়না তদন্তের জন্য ইতিমধ্যে সেটিকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মুণ্ডুটি পুরুষ নাকি মহিলার তা এখনও স্পষ্ট হয়নি। তারও তদন্ত শুরু করছে পুলিশ। অপরদিকে জনবহুল এলাকায় কী করে মুন্ডুটি এল তা নিয়েও ধন্দে পুলিশ। আশেপাশে মার্কেট থেকে একাধিক বড় বড় ব্যাবসায়ীক প্রতিষ্ঠান রয়েছে। তাদের সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।
হরষিত সিংহ