জানা গিয়েছে, মালদহের মানিকচক থানার মনিহারি এলাকায় গঙ্গায় ধরা পড়ে বিশালাকৃতির এই বাঘার মাছ। এদিন ভোরে মৎস্যজীবীদের জালে ধড়া পড়ে বিশাল এই মাছ। মৎসজীবীরা জানান, মাছের ওজন প্রায় ৯০ কেজি। মৎসজীবীদের কাছ থেকে এক পাইকার ৩০ হাজার টাকায় মাছটি কিনে নিয়ে আসেন মালদহের নেতাজি পুরবাজার মাছের আড়তে। বাজার থেকে সেই মাছ বিক্রি করা হয় ৬০০ টাকা কেজি দরে। অনেকেই এই মাছ কেনার জন্য লাইন দেন। এত বড় মাছ নড়াতেও হিমশিম খেতে হয় পাঁচ জনকে।
advertisement
আরও পড়ুনঃ দ্বিতীয় শ্রেণির খুদে পুড়ুয়াকে স্কুল শিক্ষকের বেধড়ক মারধর, ভর্তি হাসপাতালে, তোলপাড়
জানা গিয়েছে, মাছটির নাম বাঘার। সাধারণ মাছের থেকে দেখতে সম্পূর্ণ আলাদা। দেখতে ভয়ঙ্কর। দীর্ঘদিন মালদহে গঙ্গায় এই মাছ ধরা পড়েনি। গঙ্গায় মাছ ধরার সময় কয়েকজন জেলের জালে উঠে আসে বিশাল আকৃতির বাঘার মাছ। ভাল দাম পাওয়ার আশায় মাছটিকে মাছ আড়তে নিয়ে আসা হয়। এদিন ভাল দামে বিক্রিও হয়েছে।
হরষিত সিংহ