গৃহবধুর অভিযোগ, মাঝে মধ্যেই তাঁর স্বামী মানসিক ও শারীরিক অত্যাচার কনরে। এদিন অত্যাচারের মাত্রা ব্যাপকহারে বৃদ্ধি পায়। প্রথমে মারধর, তার পর শরীরে গরম ভাতের ফ্যান ঢেলে দেওয়ার অভিযোগ তোলেন স্বামীর বিরুদ্ধে। জানা গিয়েছে, ১৫ বছর আগে তাঁদের বিয়ে হয়েছে। দুই সন্তানও রয়েছে।
গৃহবধুর অভিযোগ, বিগত ৩-৪ বছর ধরে তার স্বামী সঞ্জয় দাস তাঁকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করে। মাদকাসক্তির জন্য সঠিকভাবে কোনও কাজ করে না। সংসার চালাতে নিজেই রান্নার কাজ করেন গৃহবধূ। পরিবার এবং প্রতিবেশীরা বহুবার তাঁর স্বামীকে বোঝানোর চেষ্টা করলেও তিনি বোঝেননি।
advertisement
আরও পড়ুন: মাসখানেকে প্রায় ১২জনের রহস্যমৃত্যু একই পাড়ায়! বাড়ছে আতঙ্ক, সন্ধ্যা হলেই ঘরবন্দি মানুষ
গৃহবধুর আরও অভিযোগ, এদিন রাতে তিনি একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরে মোবাইলে কথা বলা নিয়ে বিবাদ শুরু হয় স্বামী ও স্ত্রীর মধ্যে। সেই সময় তাঁকে মারধর করা শুরু করেন স্বামী। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গায়ে গরম ভাতের ফ্যান ঢেলে খুনের চেষ্টা করেন। কোনওক্রমে পালিয়ে গিয়ে প্রতিবেশীদের সাহায্যে বাঁচেন গৃহবধূ। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসার পর আত্মীয়রা তাঁকে নিয়ে থানায় এসে স্বামীর নামে লিখিত অভিযোগ দায়ের করেন।
হরষিত সিংহ