মালদহ শহরের বাসিন্দা বিবেক শর্মা বলেন,'কর্পোরেশন হলে শহরের উন্নয়ন হবে। ব্যবসা-বাণিজ্যর আরও উন্নতি ঘটবে। আমাদের সাধারণ মানুষের পক্ষে খুবই উপকার হবে।' মালদহের ইংরেজবাজার ও পুরাতন মালদহ পুরসভার ইংরেজ আমলে তৈরি। শতবর্ষ পুরাতন এই দুটি পুরসভা বর্তমানে বড় হয়েছে। আয়তনে তেমন বৃদ্ধি না পেলেও জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ব্যাপক হারে। বর্তমানে ইংরেজবাজার পুরসভার মালদহের সদর শহর। যার জেরে ইংরেজবাজার পুরসভার জনসংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তবে সেই তুলনায় পুরাতন মালদহ পুরসভার উন্নয়ন তেমন ভাবে হয়নি। তবে জাতীয় সড়কের বাইপাস রাস্তা তৈরির পর থেকেই পুরাতন মালদহের সাহাপুর পঞ্চায়েত এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। একাধিক বড় বড় ভবন, রাস্তার পাশে স্কুল কলেজ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি হয়েছে। গ্রাম বদলেছে শহরের আকার ধারণ করেছে।
advertisement
আরও পড়ুনঃ বাবা-মায়ের প্রতি শ্রদ্ধা-ভালোবাসা, এমন কাজ করল ছেলে, ধন্য ধন্য করছে সকলে
আরও পড়ুনঃ সামাজিক বাধা, আর্থিক অভাব, সব প্রতিকুলতা পেরিয়ে সাফল্য, এক সামান্য মেয়ের অসামান্য স্বপ্নের কাহিনি
পাশাপাশি ইংরেজবাজার পুরসভার উন্নয়নের জন্য আরও অর্থের প্রয়োজন। জনসংখ্যা বৃদ্ধির ফলে কর্পোরেশন তৈরির প্রয়োজনীয়তা রয়েছে। তাই ইংরেজবাজার পুরসভার পক্ষ থেকে দুই শহর ও সাহাপুর পঞ্চায়েত এলাকা মিলিয়ে কর্পোরেশন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন,'মুখে বললেই কর্পোরেশন তৈরি করা যায় না। আমরা ইতিমধ্যে কর্পোরেশন তৈরির পরিকল্পনা নিয়েছি। একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারের কাছে প্রপোজাল পাঠানো হয়েছে। আশা করছি আগামীতে কর্পোরেশন হওয়ার সম্ভাবনা রয়েছে।'
হরষিত সিংহ