সাত-সকালে বাজারে নেমেছে দৈত্যাকার কাতলা। আবার সেই কাতলা গঙ্গার। খবর চাউর হতেই মাছ কেনার যেমন হিড়িক পড়ে, তেমনি বিশাল এই কাতলা দেখতে উৎসাহিত অনেকেই ভিড় জমান। গঙ্গায় মৎস্যজীবীদের জালে উঠছে বিশাল এই কাতলা। দৈত্যকার এই কাতলা মাছের ওজন প্রায় ৫০ কেজি। এই মাছ কিনতে হিরিক নেতাজি পৌর বাজারের। ৮০০ টাকা কেজি দরে বিক্রি হল এই মাছ। জানা যায়, মানিকচকের গঙ্গায় ধরা পড়ে মাছটি। মাছ বাজারে আসতে কেনার হিরিক পড়ে ক্রেতাদের মধ্যে। রথবাড়ি পুর বাজারের মাছ বিক্রেতাদের দাবি, এর আগে ৫০ কেজি ওজনের কাতলা মাছ মালদহের এই বাজারে বিক্রি হয়নি।
advertisement
মালদহের মানিকচক ব্লকের রাজমহল গঙ্গাঘাটে বিশাল এই কাতলা মাছটি মৎস্যজীবীদের জালে ধরা পড়ে। বিশাল এই মাছ স্থানীয় বাজারে বিক্রি না হওয়ায় মৎস্যজীবীরা জেলার সবচেয়ে বড় মাছের বাজার রথবাড়ি পুর-বাজারে নিয়ে আসেন। পঞ্চাশ কেজি ওজনের মাছ বিক্রির খবর পেয়েই শহরের বিভিন্ন প্রান্তের ক্রেতারা ছুটে আসেন বাজারে। বিশাল এই মাছকে ঘিরেই বৃহস্পতিবার জমজমাট মাছের বাজার। মাছ বিক্রেতা কাইয়ুম মহালদার বলেন, ” মালদহের মানিকচক রাজমহল গঙ্গা ঘাট থেকে মাছটি ধরা পড়েছে। মাছটির ওজন প্রায় পঞ্চাশ কেজি। মাছ বিক্রির খবর পেয়ে প্রচুর মানুষ ভিড় করছেন। এর আগে এত বড় মাছ এই বাজারে বিক্রি হয়নি।”
হরষিত সিংহ