সোমবার সকালে পুরাতন মালদহের সাহাপুর ছাতিয়ান মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। সর্পপ্রেমীরা অসুস্থ অবস্থায় সাপটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করেন। তারপর সেটিকে মালদহ বন দফতরের হাতে তুলে দেয়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার পাইথনটি ইন্ডিয়ান রক পাইথন প্রজাতির। এই পাইথন সাপ সাধারণত উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে দেখা যায়। মালদহে এই সাপ দেখা যায় না।
advertisement
আরও পড়ুন: পর্যটকদের জন্য সুখবর, উত্তরবঙ্গ পৌঁছতে বিশেষ ট্রেন চালু! জানুন বিশদে
সর্পপ্রেমীরা জানান, অভিযুক্ত সাপুড়ের বাড়ি ওড়িশায়। সেখান থেকে মালদহে এসে সাপ নিয়ে ভিক্ষাবৃত্তি করছিল। বর্তমানে বন দফতরের কর্তারা সাপটিকে নিজেদের হেফাজতে রেখেছে। ইতিমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন বন দফতরের মালদহ রেঞ্জের কর্তারা। বন দফতরের কর্তারা জানান, উদ্ধার সাপটি দৈঘ্য প্রায় পাঁচ ফিট। এই সাপ আরও বড় হয়।
আরও পড়ুন: জমির দখল নিয়ে ব্যাপক সংঘর্ষ, আহত ৬ জন
বন দফতরের পক্ষ থেকে সাপটির চিকিৎসা করা হবে এবং সুস্থ হয়ে উঠলে সাপটিকে যে জঙ্গলে সাধারণত বসবাস করে সেখানেই ছাড়া হবে। তবে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি কোথায় সাপটি ছাড়া হবে।মালদহ বন দফতরের বিট অফিসার প্রদীপ গোস্বামী জানিয়েছেন, উদ্ধার হওয়া সাপটি ইন্ডিয়ান রক পাইথন নামে পরিচিত। সাপটির স্বাস্থ্য পরীক্ষা করে তার অনুকূল পরিবেশে ছাড়ার ব্যবস্থা করা হবে।পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতরের কর্তারা।ইতিমধ্যে, অভিযুক্ত সাপুড়ের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
হরষিত সিংহ