বন্য শুয়োরের উৎপাতের বিষয়ে শেষ পর্যন্ত কৃষি দফতরে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন চাষিরা। শুয়োরের উৎপাতে বিপর্যস্ত ভুট্টা চাষি মহম্মদ ফিরোজ বলেন, আমাদের চাষ করা সব ভুট্টা খেয়ে নিচ্ছে বন্য শুয়োর। ওদের হাত থেকে ফসল বাঁচাতে নানান উপায়ে চেষ্টা করেও লাভ হয়নি।
আরও পড়ুন: সৌর বিদ্যুৎ ব্যবহার করে পঞ্চায়েত অফিসের বিদ্যুৎ খরচ কমানোর চেষ্টা
advertisement
ওই এলাকায় প্রায় ত্রিশ বিঘা জমিতে ভুট্টা চাষ হয়েছে। তার প্রায় সবটাই খেয়ে নষ্ট করে দিয়েছে বন্য শুয়োর। এই পরিস্থিতিতে কয়েক লক্ষ টাকার লোকসানের মুখে পড়তে চলেছেন চাষিরা। এই অবস্থায় বিপদগ্রস্ত চাষিরা ঠিক করেছেন কৃষি দপ্তরের কাছে ক্ষতিপূরণের জন্য আবেদন জানাবেন।
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
February 25, 2023 6:44 PM IST