Coochbehar News: সৌর বিদ্যুৎ ব্যবহার করে পঞ্চায়েত অফিসের বিদ্যুৎ খরচ কমানোর চেষ্টা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
প্রায় পাঁচ লক্ষ টাকা খরচ করে অফিসে সোলার সিস্টেম বসিয়েছে। এতে পঞ্চায়েত দফতরের বিদ্যুতের বিল অনেকটাই কমে গিয়েছে। আর সেই বেঁচে যাওয়া টাকা এলাকার উন্নয়নের পিছনে খরচ করা হচ্ছে।
কোচবিহার: বিদ্যুৎ বিলের মোটা টাকা খরচ বাঁচাতে মাথাভাঙা মহকুমার অধিকাংশ পঞ্চায়েত অফিসে ব্যবহার হচ্ছে সৌর বিদ্যুৎ। এর মধ্যে শিকারপুর পঞ্চায়েত প্রায় পাঁচ লক্ষ টাকা খরচ করে অফিসে সোলার সিস্টেম বসিয়েছে। এতে পঞ্চায়েত দফতরের বিদ্যুতের বিল অনেকটাই কমে গিয়েছে। আর সেই বেঁচে যাওয়া টাকা এলাকার উন্নয়নের পিছনে খরচ করা হচ্ছে।
পঞ্চায়েত অফিসে সৌর বিদ্যুৎ ব্যবহার প্রসঙ্গে মাথাভাঙা-১ ব্লকের বিডিও সম্বল ঝা বলেন, এই ব্লকের কেদারহাট, শিকারপুর, পচাগড় পঞ্চায়েতগুলির অফিসে সৌর বিদ্যুৎ চালু করা হয়েছে। এতে বিদ্যুতের বিলের পিছনে খরচ অনেকটাই বেঁচে যাচ্ছে। সেই টাকা এলাকার উন্নয়নমূলক কাজে আরও বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে।
advertisement
advertisement
পঞ্চায়েত অফিসে সৌর বিদ্যুৎ ব্যবহারের ঘটনায় খুশি এলাকাবাসীরাও। তাঁদের বক্তব্য, এর ফলে বেঁচে যাওয়া অর্থ এলাকার উন্নয়নমূলক কাজে ব্যবহার হলে সকলের ভালো হবে। আগামী দিনে তাঁরা আরও এরকম কিছু ভাবনার বাস্তব প্রয়োগ দেখার অপেক্ষায় আছেন।
এই প্রসঙ্গে মাথাভাঙা মহকুমার বিভিন্ন পঞ্চায়েতের প্রধানরা জানান, অনেক সময়ই এলাকার প্রয়োজনীয় কাজ অর্থের অভাবে করা সম্ভব হয় না। এক্ষেত্রে পঞ্চায়েত অফিসের বিদ্যুৎ বিলের পিছনে খরচ বাঁচিয়ে সেই কাজগুলি করা যাচ্ছে। এতে এলাকার মানুষের সুবিধা হচ্ছে।
advertisement
সার্থক পণ্ডিত
Location :
Kolkata,West Bengal
First Published :
February 25, 2023 6:23 PM IST