মালদহে আগে মহিলাদের নামাজ পাঠের কোন জায়গা ছিলনা। ২০০১ সালে মহিলা নামাজ পাঠের কমিটি তৈরি হয়। মালদহ শহরের কিছু মহিলারা একত্রিত হয়ে এই নামাজ পাঠ কমিটি তৈরি করে। মুসলিম মহিলা জনকল্যাণ কমিটির পক্ষ থেকে প্রতিবছর হায়দারপুরে নামাজ পাঠের আয়োজন করা হয়। তবে করোনা পরিস্থিতিতে মাঝে দুই বছর বন্ধ করা হয়েছিল ইদের নামাজ। জমায়েত বন্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এবার করোনা পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক সমস্ত কিছু। তাই এবার ইদের নামাজ পড়তে হাজির হয়েছিলেন মহিলারা।
advertisement
এদিন উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়িকা সাবিত্রী মিত্র, স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর গায়ত্রী ঘোষ। তারাও এদিন পবিত্র ইদের নামাজ পড়েন সকলের সাথে। মহিলা নামাজ কমিটির সম্পাদিকা সামিরারা বেগম, মহিলাদের এবার নামাজ পাঠ করান। পবিত্র ইদের প্রার্থনার মধ্য দিয়ে তিনি সকলের মঙ্গল কামনা করেন। পাশাপাশি স্থানীয় সমাজ ও প্রশাসনের সক্রিয় সহযোগিতার প্রতি সহানুভূতি জানান। সামিরার বেগম বলেন, "এ বছর আমরা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে নামাজ পাঠ করলাম। সম্প্রীতি অটুট বন্ধন যাতে অক্ষুন্ন থাকে সেই দোয়া করলাম আল্লাহর কাছে।"
Harashit Singha