TRENDING:

Malda News: এ যেন খোদ রানী রাসমনির বাড়ি! মালদহের পুজো মণ্ডপ দেখে সকলে থ!

Last Updated:

বিগ বাজেটের পুজোর মাধ্যমে নিত্যনতুন টিমের চিন্তাভাবনায় পুজো করে দর্শনার্থীদের নজর কেড়েছে এই পুজো উদ্যোগতারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ: মালদহ শহরের বিগ বাজেটের পুজো গুলির মধ্যে অন্যতম বালুচর কল্যাণ সমিতি। বিগ বাজেটের পুজোর মাধ্যমে নিত্যনতুন টিমের চিন্তাভাবনায় পুজো করে দর্শনার্থীদের নজর কেড়েছে এই পুজো উদ্যোগতারা। ইউনেস্কোর পক্ষ থেকে দুর্গাপুজোকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে। সেই বিষয়টিকে সামনে রেখেই এবার কল্যাণ সমিতির পুজোর থিম হেরিটেজ বিল্ডিং। রানী রাসমনির বাড়ির আদলে তৈরি করা হয়েছে মণ্ডপ। বালুচর কল্যান সমিতির মাঠে বিশাল এলাকা জুড়ে তৈরি করা হয়েছে রানী রাসমনির বাড়ির আদলে কাপড়ের মণ্ডপ। বাড়ির আদলে তৈরি মণ্ডপের মধ্যে রয়েছে বিভিন্ন সামগ্রী।
advertisement

আরও পড়ুন Murshidabad Durgapuja 2022: ৭৫ফুটের দুর্গা ঠাকুর! দেখতে লাইন পড়ছে প্রচুর

বর্তমান রানী রাসমনির বাড়ির অবস্থাকে তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জার মাধ্যমে। বাড়ির মধ্যে আসবাব পত্র ছবির ফ্রেম চেয়ার সমস্ত কিছুই তৈরি করা হয়েছে। এছাড়াও বালুচর কল্যাণ সমিতির প্রতি বছরের মত এবারও সাবেকি প্রতিমা তৈরি করা হয়েছে। ডাকের সাজে প্রতিমার সাজ। চতুর্থীর সন্ধ্যায় বালুচর কল্যাণ সমিতির পুজোর উদ্বোধন হওয়ার পর থেকেই দর্শনার্থীদের ঢল নেমেছে এখানে। প্রতিবছরই আকর্ষণের কেন্দ্রবিন্দু থেকে বালুচর কল্যাণ সমিতির পুজো। চলতি মৌসুমে মানুষের মধ্যে আগ্রহ থাকায় পুজোর দু’দিন আগে উদ্বোধন করা হয়েছে পুজোর।

advertisement

আরও পড়ুন South24Parganas News: কোন রুটে গেলে পুজো দেখা সহজ হবে? ‌সামনে এল গাইড ম্যাপ

View More

সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে পুজোর মণ্ডপ। পুজোর মাধ্যমে বালুচর কল্যান সমিতি বিভিন্ন সামাজিক কাজও করে থাকেন পূজোর পাঁচ দিন। বস্ত্রদান থেকে শুরু করে দুস্থ পরিবারের পাশে দাঁড়ানো সমস্ত কিছু করা হয় পুজো উদ্যোক্তাদের মাধ্যমে। এমনকি পুজোর পাঁচ দিন ধরে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিবছরের মত এবারও বালুচর কল্যাণ সমিতির পুজো দর্শনার্থীদের নজর কাড়বে আশাবাদী উদ্যোক্তারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: এ যেন খোদ রানী রাসমনির বাড়ি! মালদহের পুজো মণ্ডপ দেখে সকলে থ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল