আরও পড়ুনঃ পরিবেশ বাঁচানোর বার্তা! হিমালয় সংঘের মণ্ডপে গেলেই মিলবে সবুজ বাঁচানোর খুঁটিনাটি
ক্লাবের সদস্যরায় নিজেদের চিন্তা ভাবনা থেকে এই মন্ডপ তৈরিতে উদ্যোগী হন। স্বল্প বাজেটের পুজো হলেও তাদের চিন্তাভাবনার মাধ্যম দিয়ে সমাজে এক সচেতনতার বার্তা পৌঁছাচ্ছে। যা সাধারণ মানুষের কাছে আকর্ষণীয়। শহরে বাড়ির ছাদে বা বাড়ির কোনায় কি করে পাখির বাসা বা পাখির থাকার জায়গার ব্যবস্থা করা যেতে পারে এই থিমের মাধ্যমে তা তুলে ধরা হয়েছে। এখানে এসে মানুষ সে বিষয়গুলো জানতে পারছেন। এবছর তাদের এই থিম মানুষকে আকর্ষণীয় করছে প্রতিদিন সন্ধ্যায় ভিড় করছেন বহু সাধারণ মানুষ।
advertisement
হরষিত সিংহ
Location :
First Published :
October 03, 2022 10:57 AM IST