Malda Durga Puja 2022 II পরিবেশ বাঁচানোর বার্তা! হিমালয় সংঘের মণ্ডপে গেলেই মিলবে সবুজ বাঁচানোর খুঁটিনাটি
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। অবৈজ্ঞানিকভাবে বৃক্ষ ছেদন ও সচেতনতার অভাবে ক্রমশ হারিয়ে যাচ্ছে গাছপালা। গাছপালা না থাকায় পশুপাখিদের থাকার নিরিবিলি জায়গা তেমনা নেই প্রকৃতির মাঝে।
#মালদহ : পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। অবৈজ্ঞানিকভাবে বৃক্ষ ছেদন ও সচেতনতার অভাবে ক্রমশ হারিয়ে যাচ্ছে গাছপালা। গাছপালা না থাকায় পশুপাখিদের থাকার নিরিবিলি জায়গা তেমনা নেই প্রকৃতির মাঝে। এমন অবস্থায় সাধারণ মানুষের সচেতন হওয়ার প্রয়োজন। মানুষ সচেতন না হলে আগামীতে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। পরিবেশ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে তাই এবার মালদহের ইংরেজবাজার শহরের কুতুবপুর হিমালয়ের সংঘের পুজোর থিম প্রকৃতির আর্তনাদ।
advertisement
গাছের শুকনো ডাল কাঠ বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে মন্ডপ। ছোট বড় বিভিন্ন পাখির বাসা থেকে শুরু করে পশু পাখির থাকার আদলে তৈরি করা হয়েছে প্রতিমা। প্রতিমার মধ্যেও রয়েছে প্রকৃতির ছোঁয়া। পদ্ম ফুলের ওপরে রয়েছেন দেবী দুর্গা। দেবী দুর্গাকে এখানে প্রকৃতির দেবী হিসাবে দেখানো হয়েছে থিমের মাধ্যমে। প্রতিবছর মালদহের কুতুবপুর হিমালয় সংঘ নানান থিমের পুজো করে থাকেন।
advertisement
আরও পড়ুনঃ চতুর্থী থেকেই মানুষের ঢল! মালদহের একাধিক পুজোর উদ্বোধনে সেলিব্রেটিরা
এ বছরও তাদের নিত্য নতুন চিন্তাভাবনা। তাদের এবারের থিমের মূল আকর্ষণ বিভিন্ন সামগ্রী দিয়ে তৈরি মন্ডপ।এবছর তাদের পুজো বাজেট ৭ লক্ষ টাকা। অল্প বাজেটের পুজো হল প্রতিবছর নিত্যনতুন চিন্তা ভাবনার থিমের পুজো করে চমক দিয়ে থাকে দর্শনার্থীদের। উদ্যোক্তারা আশাবাদী এ বছরও তাদের নতুন থিমের পুজো দেখতে ভিড় করবেন জেলা তথা শহরের সাধারণ মানুষ।
advertisement
Harashit Singha
view commentsLocation :
First Published :
September 30, 2022 5:55 PM IST